তার বেদনা ভুলিতে

-তার বেদনা ভুলিতে

তার বেদনা ভুলিতে
অন্তর গহন, ধুলোর গরাগরিতে নিত্য ডুবে। যায় বেলা।
গহন দহনে মরীচিকা সম আচম্বিতে বেহাল দশার ক্ষণ। চেতনার কাঁপনে কাঁপনে
শুধা রসের এ কি বিরহ? যাতনা সহে প্রাণ।
প্রেম রসে স্বপ্ন গহন সমুদ্র জলের ফেনায় বিন্দু বিন্দু
কজাগরী চাওয়া; আমলকি বনে রাতের সিঁথানে
চুপি চুপি জোনাকি সাজে নিত্য পাহারায়।

তবে কিসে তারে?
রাখিনু প্রাণে প্রাণে
অযাচিত বেদনার ভার!

১৪২৫/বৈশাখ/গ্রীস্মকাল।

3 thoughts on “তার বেদনা ভুলিতে

  1. কবিতায় অভিনন্দন প্রিয় বন্ধু। ভালোবাসা এবং ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. চুপি চুপি জোনাকি সাজে নিত্য পাহারায়। সুন্দর একটি কথা।

  3. এরকমী হয় কবি দা——https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।