// প্রতিধ্বনি মুখর প্রকৃতি //
=======================
ঐ বর্ণচূড়া পাখিদের কিচিমিচি ডাক যেনো
আমার মায়ের গল্প বলা আরতি শুনতে পাই-
সবুজ সোনালী মাঠের দৃশ্যবিরল আনন্দগুলো
মায়ের চঞ্চল মুখের উজ্জ্বল হাসি দেখতে পাই-
আর পূর্ণিমা রাতের ঝঝালো চাঁদ তারা যেনো
মায়ের কাছে বায়নার কসম স্বপ্নের পুম্প ঝরাই
রাতদুপুরে ঘাসফড়িং জোনাকিদের কল্লোল শুনে
বুঝিয়ে দেয় মায়ের প্রসব বেদনায় খুঁজেফিরে সাই
তবে কেনো মেঘ বৃষ্টিদের টুপুর টাপুর গুড় গুড় –
শব্দ ধ্বনি নিত্যই মায়ের কষ্টমুখর বুঝতে শুধু পাই;
অতঃপর প্রতিধ্বনি মুখর এই প্রকৃতির বুক জুড়ে মা।
১০-০৫-১৮
————–
চমৎকার কবিতা উপহার। শুভেচ্ছায় ভালোবাসা প্রিয় বাউল কবি মি. সরকার।
জ্বি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন———
সুন্দর লেখা। শুভেচ্ছা জানুন কবি দা।
জ্বি রিয়া দিদি
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————-