স্বপ্নকথন

আজ একটু অন্যরকম হলে কেমন হয়?

অন্যরকমটা কেমন?

এই ধর সকালে সূর্যাস্ত
আর দুপুরে জ্যোৎস্না বিলাস
কিংবা ধর কাঠফাটা রৌদ্দুরে বৃষ্টি-গাহন
অথবা রাতে সূর্যস্নান,

ধ্যাত!
পাগল হলে নাকি?

আচ্ছা শোন,
চুমু তো প্রতিদিনই খাই
আজ না হয় আমরা ঝগড়া করলাম ঠোঁটে ঠোঁটে,
আজ আর প্রেম করব না
আজ শুধু চেয়ে থাকা চোখে চোখে
ঠায় বসে খাটের ওপর, নিভাঁজ চাদরে,
খবরদার কাঁধ থেকে আঁচল ফেলিস না যেন,
আমি কিন্তু চেয়ে আছি তোর দিকে;

তুমি পাগল
একদম পাগল হয়ে গিয়েছ;

এই! তোর চোখে জল জমেছ কেন?
বললাম না! আজ ভালোবাসার বিরতি,
তবুও কেন এত ভালোবাসিস আমায়?

চোখে বৃষ্টির ঝাপটায় স্বপ্নটা ভেঙে গেলো
অসমাপ্ত থেকে গেলো আমাদের কথোপকথন
ধ্যাত!
আজো জানা হলো না কে কাকে বেশী ভালোবাসে;

আচ্ছা শোন, আমি ভালোবাসি চাঁদনি
ভালোবাসি বৃষ্টি
ভালোবাসি রাত
ভালোবাসি ফুল ফল লতা
বন জঙ্গল ধানক্ষেত
আকাশ বাতাস মেঘ
নদী সাগর পাহাড়
চন্দ্র, সূর্য, তারা,
আর কাকে?
দাঁড়া, মনে করে নেই;

আচ্ছা! তুই ভালোবাসিস কাকে?

7 thoughts on “স্বপ্নকথন

  1. আপনার কথা বরাবরই নিজের কথা মনে হয়। শুভেচ্ছা কবি যাযাবর জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আরে ভাই আপনার কথাই তো!

      ফোনে কইছেন আর আমি লেকছি  

  2. বেশ বলেছেন "চুমু তো প্রতিদিনই খাই, আজ না হয় ঝগড়া করি ঠোঁটে ঠোঁটে" ভালোবাসায় খুনসুটি না থাকলে ভালোবাসা মধুর হয় না।

    1. ভাই রে 
      ডায়াবেটিস এ মধু বিষতুল্য 

মন্তব্য প্রধান বন্ধ আছে।