-খোয়াব নামা
পথিক বেলা, দিন ফুরালে
রাতের সুধার টান। কেমন করে যায় যে দিনে রাতের?
অভিমানের পালা। খড়গ তলে জীবন, ক্ষণ কালে নিত্য জাগে
এমনি করে পথিক জীবন উজান ভাটির রসানলে; বেআব্রুর কলঙ্ক
ভেদে, রসের তৃঞ্চায় নিত্য ডুবে। পথের ধুলায় বিষন্নতা
আঁধার ধুঁয়ায় জেঁকে বসে, খোয়াব নামার স্বপ্ন উড়ে
পথিক ভাবে মিছে একা।
তাইতে পথিক
নিঃস্ব একা পথের দিশা
বে’ভুলা এ কােন রঙ্গ?
কবিতার জন্য ভালোবাসা ভালোবাসা প্রিয় বন্ধু।
আমার ভালোবাসা যেন কবি,,,,,

জীবনপথের পথিক!
অনেক অনেক ভালো থাকুন
শুভেচ্ছা রাখি কবি দা।
কবি সব সময় ভালো থাকুন।

মান্নান দা
অতি চমৎকার ———-
কবি আমার ভালোবাসা যেন,,,,,,
