কাঁঠাল পাঁকার গন্ধ পাই

কাঁঠাল পাঁকার গন্ধ পাই

বক্ষ ভেধে এযে ধু ধু বালুচর
যত সব কানামাছির করে ভন ভন-
কাঁঠাল পাঁকার নাই কোন গন্ধ
তবু ঠোঁট রসের মধ্যে গধগধ শনশন।

অভাবটা যমুনা ঠিকি বুঝে নির্জন
তাই তো আঁকে বেঁকে উচু নিচু
জাগায় চরের সমিপণ, নিঃশব্দের মৌনতা
যমুনা ভাঙ্গে অযৌক্তিক যখন তখন-

মৌলিক কিছু জ্ঞান নিরবিচ্ছিন্ন প্রণয়ের
স্রোত বয়ে যায় প্রতি ক্ষণ ক্ষণ !
কোন কাঁঠাল পাঁকার গন্ধ নাই নাই-
তবু ঠোঁট রসে করে গধগধ শনশন।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “কাঁঠাল পাঁকার গন্ধ পাই

  1. সরল মনের সরল লিখা। অভিনন্দন প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. জ্বি মুরুব্বী দা

      ধন্যবাদ জানাই

      ভাল থাকুন———–

    1. অশেষ ধন্যবাদ দিদি

মন্তব্য প্রধান বন্ধ আছে।