কাঁঠাল পাঁকার গন্ধ পাই
বক্ষ ভেধে এযে ধু ধু বালুচর
যত সব কানামাছির করে ভন ভন-
কাঁঠাল পাঁকার নাই কোন গন্ধ
তবু ঠোঁট রসের মধ্যে গধগধ শনশন।
অভাবটা যমুনা ঠিকি বুঝে নির্জন
তাই তো আঁকে বেঁকে উচু নিচু
জাগায় চরের সমিপণ, নিঃশব্দের মৌনতা
যমুনা ভাঙ্গে অযৌক্তিক যখন তখন-
মৌলিক কিছু জ্ঞান নিরবিচ্ছিন্ন প্রণয়ের
স্রোত বয়ে যায় প্রতি ক্ষণ ক্ষণ !
কোন কাঁঠাল পাঁকার গন্ধ নাই নাই-
তবু ঠোঁট রসে করে গধগধ শনশন।
সরল মনের সরল লিখা। অভিনন্দন প্রিয় বাউল কবি মি. সরকার।
জ্বি মুরুব্বী দা
ধন্যবাদ জানাই
ভাল থাকুন———–
বেশ লিখেছেন কবিবাবু।
অশেষ ধন্যবাদ দিদি