মন্দিরা
বাঁশপাতা শরীর নেতিয়ে আছে যার অধিকারে
সে যেন ভুলেও রেখো না চুম্বন এইখানে
এই দেহ খেয়ে যাবে মাংসের কীট,
সর্পবিষ পোড়াবে শরীর
পক্ষান্তরে তুমি তবে পোকার গায়ে খেয়েছ চুমু।
আয়নাঘরে নাচো ঝুমুর বালিকা
কাঁচুলী ভিজুক মরচে পড়া জলে
নাচঘর ঘিরে পুতলের ঘাগড়া
উড়ে উড়ে যাক অসম ফাঁকের তালে
নাচো পসারিনী, নিভৃতে নাচো বিবশনা অষ্টক।
লীলাছন্দে ভুলো না আলপথ,
পুতুলের ভেতর প্রাণ দেখলে কখন!
উর্বসনা দেহ পোকায় খাবে
ও দেহ ঘিয়ে ভিজবে চন্দন ঘ্রাণে
রেখো না চুম্বন তবে, বলো না বলিনি আগে!
আপনার প্রতিটি লিখায় প্রকাশে অপ্রকাশে অন্তহীন সৌন্দর্য্য লুকিয়ে থাকে বন্ধু তুবা।
আপনার কবিতা পড়তে ভাল লাগে কবি দি ভাই।