আয়নায় নিজেকে নিজে
সম্পর্ক গড়ে ওঠে কারণে আর অকারণে
সম্পর্কের লালন স্বার্থে
সম্পর্ক নষ্ট স্বার্থে;
আমি তোর জন্য কতকিছুই না করেছি!
মনে মনে ভাবি
এত কিছু করার পরও তুই সম্পর্ক নষ্ট করলি?
ছিঃ তোকে ছিঃ!
আসলে কি তাই?
আয়নার সামনে দাঁড়াই, নিজেকে নিজে সুধাই;
তোর জন্য যা কিছু করেছি তা কি শুধু তোরই জন্য?
উঁহু! আয়না বলছে এ’তে পুরোটাই আমার স্বার্থ,
তোর জন্য কিছু করতে না পারলে আমার মন খারাপ
তোর জন্য কিছু করতে পারাই আমার ভালোলাগা
তোকে কষ্ট দেয়া, আমার বুক ফেটে যাওয়া
তোকে ভালোবাসা মানেই আমার নিজের ভালো থাকা
তাহলে স্বার্থপর কে?
তুই না আমি?
আমি খামোখাই তোকে দোষারোপ করি
আমি শুধুশুধুই তোকে স্বার্থপর বলি
আমি শুধুশুধুই তোকে ভুল বুঝি,
আয়নার সামনে না দাঁড়ালে নিজেকে ভালোভাবে জানা হতো না,
হয়তো মানুষ এ জন্যই আয়নার সামনে নিজেকে খুলে ধরে না;
সম্পর্ক নষ্ট করে ভুল বোঝাবুঝি
সম্পর্ক নষ্ট করে ইগো
আমি আমার স্বার্থে তোকে ভালোবেসেছি
আমি স্বার্থে টোকা লাগায় সম্পর্ক নষ্ট করেছি;
আমি আমাকে চিনেছি
আমি আমাকে জেনেছি
তুই কি জেনেছিস তোকে? আয়নার সামনে দাঁড়িয়ে।
অসাধারণ কবি দা
ধন্যবাদ ভাই লিটন
আমি ঠিক বুঝিনা … লিখায় অপর পক্ষকে অতি আপন সম্বোধনের কারণেই কি আপনার লিখা গুলোন আমাদের অনেকের হৃদয়ের কথা বলে কিনা !! অন্তত আমার।
কি জানি ভাই?
বুঝি না
আমার কাছে সবাই আপন
সে তুই তুমি আপনি
:yes: :yes:
আপনার লেখা গুলো পড়তে আসলেই ভাল লাগে।
অনেক অনেক ধন্যবাদ রিয়া
ভালো থেকো