অভিমান

অভিমান

স্বপ্নকে হাত বাড়িয়ে বললাম,
এই তো পেতেছি হাত, দাও কী দেবে।
স্বপ্ন আঁজল ভরে দিলো তীব্র হেমলক।

রাত্রির নিস্তব্ধতা ভেঙে ছন্দকে বললাম,
আমায় আগমনীর গান শোনাতে পারো?
সে শোনালো বিসর্জনের বাজনা।

হৃদয়ে নামে আকাশ ভাঙা বৃষ্টি,

5 thoughts on “অভিমান

  1. বৃষ্টি শয্যা এখানেও দেবী রিয়া। স্বগোক্তিতে বলি … হৃদয়ে নামুক আকাশ ভাঙা বৃষ্টি। :)

    1. বাহ্। ধন্যবাদ প্রিয় বন্ধু। শুভেচ্ছা নিন। :)

  2. চমৎকার প্রকাম দিদি

    অনেক শুভ কামনা রইল———

    1. শুভেচ্ছা আপনাকেয়ো কবি বাবু। :)

  3. কোনো কিছুই চাওয়া উচিৎ নয়, পাওয়ার আশা না করেই যদি চাওয়া যায়, তাহলে ভালো।

    এক জীবনে আমি না চেয়েই পেয়েছি সব কিছু। যেখানেই চেয়েছি, সেখানে আকাশ ভেঙ্গে বৃষ্টি নেমেছে।

    জানি না, আপনার কবিতা বুঝলাম কিনা কিছু , তবে এক্ষেত্রেও বুঝতে চেয়েও পড়িনি আমি।

    শুভেচ্ছা দিদি…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।