আর কত নোনা জল

আর কত নোনা জল

সূর্য রোদের নিঠুর যৌবন খেলায়
নরম দেহে অসহ্য কষ্ট !
নদ নদীর মতো নোনা স্রোত বয়ে যায়
সময় ক্ষণ হচ্ছে কত নষ্ট;

আর কত খেলবে তাপদাহ রাঙা রঙিন
ভিতর বাহির করে খানখান –
দিয় না ঈশ্বর, জীবন ঘেষে জল শূন্য মরণ!
শুধু এই ফেরেস্তার মতো
শিশু রা হয়ে যাচ্ছে যখন তখন পিষ্ট;
আর দিয় না সময়কালের কষ্ট।

হিম শীতল বাতাস দাও আরও দাও বৃষ্টি
ক্ষীণকালে বাঁচতে যাই –
আর নয় নোনা জল, নতুন কোন পূণ্যের
স্বাদ পায়ে গড়ি কৃষ্টি।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “আর কত নোনা জল

  1. "আর কত খেলবে তাপদাহ রাঙা রঙিন
    ভিতর বাহির করে খানখান –
    দিয় না ঈশ্বর, জীবন ঘেষে জল শূন্য মরণ!" _____ ঈশ্বর পরম ক্ষমাশীল। আমীন।

  2. সুন্দর কবি উপহার কবি বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।