আগামীর বার্তা

আহা কী সুন্দর এই মায়াবী বিকেল
আকাশটা কমলালেবু রঙে রাঙা
সূর্য প্রশান্তির সমুদ্রে যাচ্ছে ডুবে |
সমুদ্রের ওপর জাগে স্বর্গীয় নীরবতা
বনে বনে বাতাসের দোলায় ওঠে ঢেউ
মেঘেদের সারি সারি তোরণ আকাশে ভেসে ভেসে
যায় কোন্‌ দূর অজানায় !
দূরে বহু দূরে পাইনের মাথা
আকাশকে ছুঁতে চায় তার শাখা প্রশাখা দিয়ে,
যেন বলে ওঠে, ওগো মধুর এখনি যেও না চলে
অন্ধকারের মায়াজালে হারাবার আগে
দিয়ে যাও আরও কিছু আগামী দিনের শুভবার্তা
যার স্বপ্নে আমরা হবো আজ সুষুপ্ত |

4 thoughts on “আগামীর বার্তা

  1. লিখাটি পড়ে বৃষ্টি ভেজা এই সকালে মন ভালো হয়ে গেলো দেবী। অভিনন্দন রইলো। :)

    1. অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু ।

  2. সুন্দর লেখা দি ভাই। নমষ্কার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  3. অনেক ধন্যবাদ প্রিয় কবি বোন সাথে সমানে থাকার জন্য গো ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।