আমার স্বপ্ন গুলো

স্বপ্ন দেখি
মায়ার পৃথিবী ছেড়ে দিচ্ছি পাড়ি,
সাদা কাপড়ে
তবুও কবরের হয় না পূর্ণ আহাজারি।

স্বপ্ন দেখি
মৃত কোনো এক লাশের পাশে বসে রয়েছি
খাটিয়া বহন করতে হবে,
পরিশেষে খাটিয়া রাখে আমায় বেঁধে অদৃশ্য বন্ধনে
অশ্রু গড়িয়ে পরে, পাইনা খুঁজে ভুলের কিনারা, জানি ভুল করেছি
মায়ার এ পৃথিবীতে।

স্বপ্ন দেখি
হায়েনার দল দিচ্ছে তাড়া, কামঁড়ে ধরেছে আমায়
চোখের পথ আশে পাশে ধুধুমরুময়
যে কষ্ট তা কখনোই বোঝানোর নয়,
অতঃপর, দৃশ্যত পতিত বিছানার তলায়।

স্বপ্ন দেখি
মহাপ্লাবন চারিপাশ ধবংস করে আসছে
অন্ধাকার আর জলোচ্ছাস,
অলৌকিক কথার বিশ্বাসে যেই ধরেছি ছোট্ট গাছ এঁটে
ভাসছি কবরস্থানে, উড়ছি মহাপ্লাবনে কথার বিশ্বাসে,
ভোরের আলোতে খুঁজে ফিরি সেই ছোট্ট গাছ
অসহায়, আজও চিনতে পারিনি তাঁকে আমি।

ফুলহারা, ঘিওর, মানিকগঞ্জ-০৫০৫২০১৪।

আমিনুল ইসলাম রুদ্র সম্পর্কে

মোঃ আমিনুল ইসলাম রুদ্র, জন্ম : ১৪ জানুয়ারি, ১৯৮১। ডাক নাম রুদ্র আমিন (Rudra Amin)। একজন বাংলাদেশ কবি, লেখক ও সাংবাদিক। নক্ষত্র আয়োজিত সৃজনশীল প্রতিযোগিতা-২০১৬ কবিতা বিভাগে তিনি পুরস্কার গ্রহণ করেন। জন্ম ও শিক্ষাজীবন মোঃ আমিনুল ইসলাম রুদ্র ১৯৮১ সালের ১৪ জানুয়ারি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ফুলহারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ আব্দুল হাই ও মাতা আমেনা বেগম। পরিবারে তিন ভাইয়ের মধ্যে তিনি বড়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন কেটেছে খাগড়াছড়ি এবং বগুড়া সদর উপজেলায়। বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ থেকে এসএসসি ও মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন কোর্স সম্পন্ন করেন। কর্মজীবন মূল পেশা থেকে দূরে সরে গিয়ে তিনি লেখালেখি এবং সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। তিনি প্রায় সব ধরনের গণমাধ্যমে কাজ করেছেন। কাজ করেছেন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায়। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন এর ষ্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজপোর্টাল নববার্তা.কম এর প্রকাশক ও সম্পাদক হিসেবে কর্মরত আছেন। তিনি উইকিপিডিয়াকে ভালোবেসে উইকিপিডিয়ায় অবদানকারী হিসেবে উইকিপিডিয়া অধ্যয়নরত আছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ : যোগসূত্রের যন্ত্রণা (২০১৫); আমি ও আমার কবিতা (২০১৬); বিমূর্ত ভালোবাসা (২০১৮); অধরা- সিরিজ কবিতা (২০২০) প্রকাশিত গল্পগ্রন্থ : আবিরের লালজামা (২০১৭)। আমার সকল লেখা পড়তে ভিজিট করুন : রুদ্র আমিন

2 thoughts on “আমার স্বপ্ন গুলো

  1. "স্বপ্ন দেখি ভোরের আলোতে খুঁজে ফিরি সেই ছোট্ট গাছ।" এভাবে খুঁজতে খুঁজতে আমাদের জীবনের বারো আনা। এই স্বপ্নের মাঝেই যে, আমাদের বেঁচে থাকা প্রিয় কবি। শুভ সকাল।

  2. তবু স্বপ্ন দেখে এই মন। কবিতা ভাল হয়েছে কবি দা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।