// তে পীচলা ইচ্ছা ডর //
=======================
গাবগাছের মতো তেপীচলা হইও না
আস্থা রাখতে হয় শেওলার মতো;
সজিনা গাছের মতো সহজে ভেঙ্গে যাও
বট অথবা ডেফল গাছের মত হও!
ধূসর বর্ণ কথা বল না আতড় চন্দন গাছ বাও
বিধার উরস গাছে- মাটি দেখ ঘ্রাণ নাও-
তাহলেই সবুজের প্রশান্তি রঙধনু মেঘ সুরসুর
পাহাড়ী ঝর্ণা ভাসে আস্থাহীন হলে পর;
সত্য জীবনটা এক প্রেমময় গাছগাছরার অরন্য
উড়ে বেড়ায় বেদনা জল থামেনা কেউ ইচ্ছা ডর।
০৭-০৬-১৮
————–
ইন্টারেস্টিং লিখা উপহার দিয়েছেন প্রিয় বাউল কবি। ভেরি গুড।

অভিনন্দন কবিবাবু অভিনন্দন।