কবিতা

কবিতা

কবিতা
ধমনীর রক্তে জোরে কামড়ায়
শেষ মৈথুনে সুখের আশ্বাস জাগায়
প্রথম শীৎকারে যৌবন বিছড়ায়

কবিতা
প্রেম খায়
লুডো খেলে দুপুরবেলায়
মধ্যযৌবনের অফিসে সুড়সুড়ি জাগায়
সেলিব্রিটির ফার্স্ট প্রোমোশনের সেমিনারে গা ঘেঁষে ছোট্ট টপের মধ্যে ঠুকরে কাঁদে
উত্তেজনার পারদ বেড়ে গীতিকারের গলাতে বল খেলে
তরুন কবির হতাশ চোখে বাজি পোড়ায়
কবিতা
অপ্রেম দিতে দিতে আমাকে খুব ভালোবাসে
মাঝেমাঝে
আমার মাকে কাছে এনে দেয়
অসহায় অসুস্থ বাবার ভাঙা হৃদয়, চেয়ার, টেবিল, রুগীদের আবার বামেদের ভোটে দাঁড় করায়
বাবার রুগ্ন হাসি
বোনের ধিক্কার যন্ত্রণা মাঠে এক বৈশাখে ধান শুকায়

তবু
আমার রক্তে কবিতা হিমোগ্লোবিন জমায়
জ্বর গায়ে প্যারাসিটামল লেপে
দাদের চুলকানিতে মলম -কবিতা
মাথার চুলের শ্যাম্পু—কবিতা
কবিতার চানাচুর খেতে খেতে যখন জলপান করি
গোটা পৃথিবীটাই আমার কাছে মুক্তমঞ্চ হয়ে ওঠে
কলমীশাক হিংচা শাকের সিক্ত রস কাতলা মাছের আঁশটে গন্ধ
সবটাই পল্লী বাংলার কাব্যরূপ
কবিতা
ছলনায় কাছে ডাকে না শুধু কানে কানে আদর করে
সকালে ঘুম থেকে জাগিয়ে ঘড়ি দেখায়
সারা শরীর ছোঁয় –
হৃদয়ে হৃদয়ে দৌড়ায়
যখন বালতিগুলো টাইমকলের সামনে জড়িয়ে বসন্তের দোল খেলে
কবিতা নববধূর লজ্জিত শরীর—- সকালে ঘুম থেকে জেগে ওঠে
ভেজা দেহ, চোখ, মন
সবেতেই কবিতা দাপিয়ে বেড়ায়।
______________________

উৎসর্গ : (সমস্ত প্রিয় মানুষজন)

3 thoughts on “কবিতা

  1. আপনার লিখায় উপজীব্য যে বিষয়টি আমাকে আকর্ষণ করে সেটা হচ্ছে বাস্তবতা। কট্টর বাস্তবতাকে নিয়ে যে কোন লিখা তৈরী করা দূরহ একটি কাজ বৈকি। ধন্যবাদ কবি।  

  2. বাহ্ অরুণিমা দি। দারুণ হয়েছে পড়লাম।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. কবিতা
    প্রেম খায়
    লুডো খেলে দুপুরবেলায়
    মধ্যযৌবনের অফিসে সুড়সুড়ি জাগায়——–চমৎকার প্রকাশ করেছেন কবি দিদি

    অনেক শুভেচ্ছা নিবেন———

মন্তব্য প্রধান বন্ধ আছে।