মানিব্যাগ
প্রচণ্ড গরমের ভেতর কুচকে আছে কিছু ডলার। এর ভাঁজে,
যে কয়েন গুলো উঁকি দিচ্ছে- তা ভাঙালেও পাওয়া যেতে পারে
আরো কিছু টাকা। ওজনহীন এই মানিব্যাগের মধ্যিখানে
লুকিয়ে আছে যে বেদনা, তা দেখছে না কেউ।
অথচ গোনতে চাইছে, ডলারের সংখ্যাধিক্য।
ভাংতি পয়সা দিয়ে যে আমি একদিন নদী পার হয়েছিলাম,
মাঝির হাতে তুলে দিয়েছিলাম আমার বাউল চুলে লাগা
সবটুকু হাওয়া- সেই আমিও জানতাম না একদিন আমাকেও
হতে হবে আন্তর্জাতিক মুদ্রাদাস।
আমাকেও খুঁজতে হবে জীবনের জন্য কিছু খুচরো জলকড়ি।
তুমি আমার বিপন্ন মানিব্যাগটির দিকে তাকিও না- সখি!
আপাতত আমার কবিতাগুলোর দিকে তাকাও।
দ্যাখো- গতরাত কত লোভনীয় দ্যুতি নিয়ে,
ঠিক তোমার দুটি পায়ের সমান্তরালেই নেচেছে আমার কাব্যমুদ্রা।
__________________________________________
:: নিউইয়র্ক // ১০ জুন ২০১৫ ::
'তুমি আমার বিপন্ন মানিব্যাগটির দিকে তাকিও না- সখি!
আপাতত আমার কবিতাগুলোর দিকে তাকাও।' __ উত্তম প্রস্তাব প্রিয় কবি।
কবিতাপাঠে ভাললাগা জানুন।
সুন্দর লেখা।