-তারে চাহিতে
তারে চাহিতে, জনম গেল ঘোর মাঝে
তারে চাহিতে, চক্ষুষ্মান দিশায় যাতনা মিলিয়ে যায়
শত দহনেও জলের ছিটায় যেন স্বস্থি বিলায়
তারই প্রহরায় ছায়া যেন পথের আঙ্গিনায় বিছায়।
কি অবিরাম স্বস্থি! প্রকৃতি খেলায়
স্বচ্ছ হাওয়া দলে দলে খিল খিলিয়ে যায়
মন ভরা যাতনা লয়ে এ কি আশ্বাস বিলায়?
তারে চাহিতে উন্মুখ দেহ মন পথ চেয়ে রয়।
যেমন পথ চলে বায়ু ভূতলের রন্ধ্রে রন্ধ্রে এদিক ওদিক
এঁকে বেঁকে ছুটাছুটি করে করে; কি চাই তার?
এমনি কালে কালে সদল বলে!
তারে চাহিতে চাহিতে বেলা ঢলে পরে।
আহা বন্ধু। মন জুড়িয়ে গেলো কবিতাটি পড়ে। ভালোবাসা জেনো। ঈদ মোবারক।
ভালোবাসা যেন বন্ধু
শুভেচ্ছা এবং শুভেচ্ছা নিন কবি দা।
অনেক অনেক ভালো থাকুন কবি