শুদ্ধ ভুল

শুদ্ধ ভুল

একদিন ভুল করে তোর দিকে তাকিয়েছিলাম
তারপর আরেকদিন
তারপর আরেকদিন
তারপর ক্রমাগত
তারপর থেকে আমি অন্ধকারে হারিয়েছিলাম;
প্রেম তো অন্ধকার, তাই না?

একদিন আমি ভুল করে তোর চোখের দিকে তাকিয়েছিলাম
তারপর আরেকদিন
তারপর আরেকদিন
তারপর ক্রমাগত
তারপর তোর চোখে অন্ধ হলাম;
অন্ধ চোখে কি অন্য কারো দিকে তাকানো যায়?

প্রথম প্রথম তোর খুব অস্বস্তি হতো
কেও সারাক্ষণ তাকিয়ে থাকলে কার ভালো লাগে?
কেও সারাক্ষণ পিছু হাঁটলে কিভাবে দিন চলে?
একদিন, দুদিন, তিনদিন
তারপর একদিন তুই ঘুরে দাঁড়িয়েছিলি
রুখে দাঁড়িয়েছিলি,
সে দিনটার কথা আমার এখনো খুব মনে আছে
তোর মনে আছে কি?
রেগে মেগে একাকার সেদিন তুই হঠাৎ দাঁড়িয়ে পড়ে
চিৎকার করে উঠলি
আপনার সমস্যা কি?
কেন সারাক্ষণ পিছু নিয়ে থাকেন?

আমি চুপ মুখে তোর চোখের দিকে তাকিয়ে ছিলাম
কতক্ষণ মনে নেই
তুই আবার ঝাঁঝিয়ে উঠলি, কি ব্যাপার? বোবা নাকি?
আমি তোর চোখের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় একটি কথাই বলেছিলাম – “ভালোবাসি”;

তুই থমকালি
চমকালি
তারপর উল্টো পথে হাঁটা দিলি;

পরদিন আবার চোখাচোখি
এবার আমিই এগিয়ে গেলাম
স্পষ্ট গলায় বললাম – “ভালোবাসি”
তারপর হাঁটা দিলাম উল্টোপথে;

তারপর সময় অপেক্ষার রথে
একদিন
দুদিন
তিনদিন
ক্রমাগত অপেক্ষার সূর্য রাতের তারায়
……
……
……

কতদিন পরে হার মেনেছিলি?
মনে আছে?

তারপর কোন এক চাঁদ রাতে চাঁদনি এলো
চোখে চোখে
মনে মনে
অনেক্ষণ তাকিয়ে থাকা দুজন দুজনাতে,
সেদিন তুই কোন কথা বলিস নি
শুধু ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে দিয়ে চলে গেলি;

তারপর অনেকদিন ধরে রাতের তারা সূর্য হলো
তুই আসতেই জীবনে জ্যোৎস্না এলো
খুব বেশীই অন্যরকম ছিল সে দিনগুলি
হাসি খুশি ঝর্ণা নদী
উচ্ছল চপল বৃষ্টি নূপুর
ভালোবাসায় টইটুম্বর আদর সোহাগ টাপুর টুপুর
মনে পড়ে কি তোর?

আচ্ছা আজ চাঁদের দিকে তাকালে কি তোর মনে জ্যোৎস্না আসে?
আমি কিন্তু অমাবস্যা দেখি
আকাশের দিকে তাকালে তুই নীল দেখিস?
আমি কিন্তু রাত দেখি,
রংধনু দেখি নি সেই কতদিন হয়ে গেছে
বৃষ্টিতে তুই হাসিস নি বলে,
আচ্ছা তোর ওখানে বৃষ্টি হলে কি আমার কথা মনে পড়ে?
কিংবা খুব হঠাৎ চোখ ফেটে কান্না এলে?

তোকে নিয়ে আমার অন্যরকম এক স্বপ্ন ছিল চাঁদ থেকে সূর্য অবধি
অথচ দেখ! তুই চাঁদনি হয়ে রাত্রি হলি;
আর তুই রাত হতেই আমি অন্ধকার আপন করেছি;

ভাগ্যিস সেদিন ভুল করে তোর চোখের দিকে তাকিয়েছিলাম
ভাগ্যিস সেদিন ভুল করে তোতে মন হারিয়েছিলাম
তাই তো ভালোবাসা শিখলাম।

3 thoughts on “শুদ্ধ ভুল

  1. "তোকে নিয়ে আমার অন্যরকম এক স্বপ্ন ছিল চাঁদ থেকে সূর্য অবধি
    অথচ দেখ! তুই চাঁদনি হয়ে রাত্রি হলি;
    আর তুই রাত হতেই আমি অন্ধকার আপন করেছি;

    ভাগ্যিস সেদিন ভুল করে তোর চোখের দিকে তাকিয়েছিলাম।" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।