প্রাচীন গোলাপ

প্রাচীন গোলাপ

এই পৌত্তলিক শরীরে বসন্তের ঋতু স্বাগত জানাচ্ছে…
স্বাক্ষর রেখে যাবে তাঁর;
রেখে যাবে এই বসন্তে অনেক রহস্যের উপমা।
এই পৌত্তলিক মননে মহিমান্বিত তুমি।
স্বমহিমায় ফোটাও যতো ফুল।
আমি প্রতিক্ষীত জগতের এই ক্ষয়িষ্ণু মানব;
স্বতঃসিদ্ধ ঢঙে ঘর্মাক্ত তৃপ্তির দায় চোখে
নিয়ে পাড়ি দিচ্ছি পৃথিবীর প্রলয়ের পথ
প্রলম্বিত প্রহর যেখানে আচমকা আতংক তৈরি করে।

প্রেমের ঈশ্বর আজ আমাকে করেছে মুক্ত।
কে, কবে, কখন, কিভাবে প্রাপ্তির মোহে
ভেদ করেছিল ঐ দুর্দম নীলজ্যোৎস্না!
তা আজ কার জানা; নিশিকান্ত পদ্মাবতী তুমি;
এই সুরমল্লার তরে রজনীগন্ধার সুবাস ছড়িয়ে
অপেক্ষা করছে দুর্বিনীত এই শতাব্দীতে
আমি তাঁরই অংশীদারিত্বের একখণ্ড নীলাভ আলো ওখানেই গোপন আছে আমাদের সব;
এখানেই রহিত আমার এই শতাব্দীর পরম মুক্তির পথ।

2 thoughts on “প্রাচীন গোলাপ

  1. "অংশীদারিত্বের একখণ্ড নীলাভ আলো ওখানেই গোপন আছে আমাদের সব;
    এখানেই রহিত আমার এই শতাব্দীর পরম মুক্তির পথ।"

    ____ অসাধারণ হয়েছে এই পংক্তিমালা। অভিনন্দন প্রিয় শামীম। ঈদ মোবারক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. "পৃথিবীর প্রলয়ের পথ
    প্রলম্বিত প্রহর যেখানে আচমকা আতংক তৈরি করে।" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।