চিরঘুম

চিরঘুম

একদিন জন্ম
সকলের হাসি, নবজাতকের কান্না;

একসময় শিশু, একদিন শৈশব
গড়াগড়ি, খেলাধুলা;

একসময় কিশোর, একদিন কৈশোর
পড়ালেখা জীবন, ছটফটে মন;

একসময় দুরন্ত, একদিন যৌবন
প্রেমের অনুভব, মন উচাটন;

একসময় কাঁধে জোয়াল, একদিন সংসার
সন্তান পরিবার, ছুটন্ত জীবন;

একসময় অবসর, একদিন প্রৌঢ়ত্ব
থিতু হয়ে বসা, ডাকের অপেক্ষা;

একসময় ওপারের ডাক, একদিন বার্ধক্য
সকলের কান্না, বৃদ্ধ চিরঘুমে;

জীবনচক্র মানুষের
জীবনচক্র প্রাণীকুলের।

কত রাত ঘুমাই নি আমি
আমিই জানি,
এক একদিন বড্ড ইচ্ছে করে খুব ঘুমাই
একবারে চিরঘুমে হলেও;
সবার কি আর জীবনচক্র পূর্ণ হয়?
সবাই কি আর মানুষ হয়?
এক এক সময় মনে হয় আমি বোধহয় মানুষ নই,
মানুষ হলে ছেলেবেলা থাকত
হাসি থাকত
কান্না থাকত
আনন্দ থাকত
বেদনা থাকত
প্রেম থাকত
ভালোবাসা থাকত,
মানুষ হলে কিছু একটা তো অনুভূতি থাকত!
মানুষ হলে চোখে ঘুম থাকত;

কত রাত ঘুমাই নি আমি?
আমি জানি
আমিই জানি,
মানুষ জীবনচক্র পূর্ণ করতে চায়
আমি চাই ঘুম,
হোক না তা “চিরঘুম”;

তারপর দেখে নেব ওপারের জীবন
জেনে যাব ওপারের জীবনচক্র।

2 thoughts on “চিরঘুম

  1. চিরন্তন শব্দ এবং নিয়মের কথা প্রিয় নির্বাসসের মানুষ যাযাবর জীবন। ভালো থাকবেন। পবিত্র ঈদের শুভেচ্ছা রইলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সুন্দর লেখা। ঈদ শুভেচ্ছা কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।