পিতার পুস্পিত মন
বাবার অন্তরায় পিতার স্বাদ
না জানা হয় তার খাদ মর্ম-
পুরুষত্ব গম্ভ চরচোরা শ্মশান!
এর চেয়ে কম নয় প্রভু অনুপম;
পিতায় আনে বংশজাতের ধর্ম-
কর্ম কামে ক্ষয়ে যায় জীবনমোম
ধন্য আমার পিতার পুস্পিত রক্ত-
পিত্ত রসে জন্মানোর পুম্পিত শক্ত।
১৮-০৬-১৭
" পিতায় আনে বংশজাতের ধর্ম-
কর্ম কামে ক্ষয়ে যায় জীবনমোম
ধন্য আমার পিতার পুস্পিত রক্ত-
পিত্ত রসে জন্মানোর পুম্পিত শক্ত।" ___ গ্রেট প্রিয় বাউল কবি মি. সরকার।
অভিনন্দন কবিবাবু।