নস্টালজিক

নস্টালজিক

দুটি চেয়ার মুখোমুখি
কারো অপেক্ষায়
একটি পাহাড় ঐ দূরে
দাঁড়িয়ে একঠাঁয়;

একদিন একটা চেয়ারে আমি ছিলাম
অন্যটায় তুই
সামনাসামনি, মুখোমুখি
মাঝে চায়ের মগ, একটি;
এক চুমুক আমার
মগের হাতল ঘুরিয়ে অন্য চুমুক তোর,
যেখানে চুমুক দিয়েছি আমি,
তুই নাম দিয়েছিলি চা চুমু;

আজ চেয়ার দুটো ফাঁকা
আমরা দুজন একা,
পাহাড়টা ঠাঁয় দাঁড়িয়ে, কালের সাক্ষ্য হয়ে
ভালোবাসা ও বিচ্ছেদের,
তোর আর আমার।

4 thoughts on “নস্টালজিক

  1. এমন নন্দিত নরকে সময়ের অভিযান চললে কিছুটা নস্টালজিক তো হতেই হয় কবি। মানুষ বলে কথা। হৃদয় বলে কথা। মন বলে কথা। বাইরের তো নই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. হা হা 

       

      ভাই মন কোথায়?

       

      লেখকের মন কলমে

      বাকিরা মজা নেয় 

       

       

  2. রোম্যান্টিসিজমে রোম্যান্টিক লেখা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. হা হা 

      রোমান্টিক পরিবেশে কলম রোমান্টিক হতেই পারে 

       

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।