প্রেমের নীরবতা

নীরব স্রোতে যে নদী বয়ে যায়
সেও তো মেশে সাগরের মোহনায়
যে ফুল ফোটে ঝোপেঝাড়ে অনাদরে
তাকেও ভ্রমর খুঁজে নেয় পরম আদরে
একা একা ওড়ে যে পাখি আকাশ সীমানায়
তার জন্যও ছোট্ট নীড়ে থাকে কেউ অপেক্ষায়
যে ঢেউ আলতো ছোঁয়ার খেলা করে সমুদ্রের বুকে
সেও সংগ্রামী জীবনের পালতোলা নৌকোতে থাকে সুখে।

চোখের ভাষায় চোখ পড়ে যায় হৃদয়ের কথা বলা
পায়ে পায়ে একসাথে দুজনের চলছে আজও চলা
কর্মের প্রত্যয় জুড়ে রেখেছে হাতে তার হাত
দিগন্তে মিশেছে সূর্য-রঙ তাই এসেছে প্রভাত
সবুজ ছাপিয়ে অবুঝ, ফুটেছে তাই ফুল
প্রেমের সাক্ষী সময়, করে নি কোন ভুল।

4 thoughts on “প্রেমের নীরবতা

  1. চমৎকার লিখেছেন প্রিয় কবি দীপঙ্কর বেরা। লিখার প্রতিটি স্ল্যাব মুগ্ধকর লেগেছে। অভিনন্দন এবং অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আন্তরিক ধন্যবাদ 

      ভাল থাকবেন 

  2. ঢেউ আলতো ছোঁয়ার খেলা আর সবুজ ছাপিয়ে অবুঝ প্রেমের সাক্ষী। দারুণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অনেক অনেক ধন্যবাদ 

      ভাল থাকবেন 

মন্তব্য প্রধান বন্ধ আছে।