রঙিন বসন্ত
শীত বিষণ্নতার হাওয়া
সরিয়ে দিয়ে এলো ফাগুন
আমার ঘরের দুয়ারে।
কোকিলের কুহু ডাকে
আকাশ বাতাস মুখরিত
আর মনের আকাশেও
রঙিন বসন্ত বিহারে।
গাছে গাছে নব কিশলয়,
সবুজের সমারোহ আনে
আমার মনে সজীবতা,
চঞ্চল মন হল উদাসী।
মহুয়া বনে অলি গুনগুন
দুই পায়ে নূপুরের নিক্কন
আনন্দে ভরে এই তনুমন
ভালোবাসার পৌর্ণমাসী।
এককথায় চমৎকার এবং সরল কবিতা উপহার। অভিনন্দন প্রিয় কবিবন্ধু। শুভ সকাল।
ধন্যবাদ বন্ধু ।
অপুর্ব প্রিয় কবি ইন্দ্রাণী সরকার!
রঙিন বসন্ত রাঙিয়ে দিয়ে যাক সকল বাঙলা ভাষাভাষীর মন


তোমার ভালোলাগাতে অনুপ্রাণিত হলাম ।
মনের আকাশেও রঙিন বসন্ত বিহার। অসাধারণ একটি লাইন দিদি ভাই।
অনেক ধন্যবাদ সোনা বোন ।
আনন্দে ভরে এই তনুমন
ভালোবাসার পৌর্ণমাসী।
* কবি দিদি, কবিতা ভালো লেগেছে।
ভালো থাকুন সবসময়।
অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য ।