এক চিলতে ঘৃণা

এক চিলতে ঘৃণা

বরষার প্রাপ্তি টুকু চোখের কোণে রেখে
তোমার কাছে মুক্তার মালা চাইনি কোন দিন
ভরসা ছিলো মেঘের পরিবর্তনের সাথে
পাল্টাবে ব্যবহারিক কর্মকাণ্ড
ছারপোকার দল শুধু রক্তই আহার করে
বুঝতে গিয়ে সময় পার।

ততদিনে আমিও বুঝেছি নৈর্ব্যক্তিক ভালোবাসার থেকে
অনেক বেশী প্রয়োজন নৈবেদ্য পূজার থালায়
উচিত অনুচিতের বেড়াজাল টপকে আমার ঘাড়ে
শূর্পণখার আনাগোনা বারে
বিষয়ের বিষে আমাকে উপর্যুপরি ধষর্ন করে
কাগজের স্বামীরত্ন, যা ভালোবেসে কুড়িয়ে এনেছি
রাস্তা থেকে হৃদয়ের রাজপ্রাসাদে।

বিবেক বা সমাজ কোন উপাখ্যান লেখে এই
নন্দিত শোভা যাত্রার?
ধর্ম কিংবা রাজনীতির কোন
পথে চলে এই দমননীতি ?

এখন আর সান্ত্বনা না খুঁজে জোর কণ্ঠে বলি
আমি ঘৃণা করি তোমাদের, সকল পুরুষদের
এমনকি আমার বাবাকেও যারা প্রগতি নয়
আটকে আছে শুধু গতিধারায়।

____________________________
(তারিখঃ শুক্রবার, ০১/১০/২০১০ – ০৭:১১)

8 thoughts on “এক চিলতে ঘৃণা

  1. "ততদিনে আমিও বুঝেছি নৈর্ব্যক্তিক ভালোবাসার থেকে
    অনেক বেশী প্রয়োজন নৈবেদ্য পূজার থালায়
    উচিত অনুচিতের বেড়াজাল টপকে আমার ঘাড়ে
    শূর্পণখার আনাগোনা বাড়ে।" ___ অসাধারণ এই বাস্তবতা প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. "বিবেক বা সমাজ কোন উপাখ্যান লেখে এই
    নন্দিত শোভা যাত্রার?
    ধর্ম কিংবা রাজনীতির কোন
    পথে চলে এই দমননীতি ?"

    দারুণ ভাবে বাস্তবতা তুলে এনেছেন প্রিয় কবিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. ততদিনে আমিও বুঝেছি নৈর্ব্যক্তিক ভালোবাসার থেকে
    অনেক বেশী প্রয়োজন নৈবেদ্য পূজার থালায়

    * ভাবের গভীরতায় মুগ্ধ।

    ভালো থাকুন কবি।

  4. যারা প্রগতি নয় আটকে থাকে শুধু গতিধারায়। তাদের প্রতি প্রাপ্য সম্মান দেয়া যায়না প্রিয় মন দা। ভাল লিখেছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  5. ভাল কথা বলতে ভুলে গেছি। আপনাকে সরব দেখে ভাল লাগছে। মনে হচ্ছে পাশেই আছেন। ধন্যবাদ। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।