সব হারিয়ে যায়
কি আশ্চর্য, আমার হাতটা গেল কই?
খুঁজে পাইনা দু’পায়ের পাতাও
ক’দিন ধরেই এরা সব হারিয়ে গেছে।
সেদিন খামোখাই বাজারে হারিয়ে এলাম বুকটা
পেট তো বন্ধক দিয়েছি সেই কবেই
গলাটাও কি করে যেন ঝরে পড়েছে কালের অতলে।
চোখ দু’টো বড়ই প্রিয় ছিল, নিয়ে নিল নক্ষত্রেরা
ঠোঁটের প্রতি ওদের লোভ দেখে ভুল সিন্দুকে পুরেছি
বাকি ছিল মাথাটা, ওটাও ঝাঁপ দিল জলে।
আসলে মনটা হারাবার পর থেকেই
পড়ে গেছি ভীষন বিভ্রমে
কে কোথায় ছিটকে পড়েছে কে জানে!
সব কিছু কেমন অবলীলায় হারিয়ে গেল
আমি ভেসে আছি আকাশ আর মাটির মাঝামাঝি
সূর্য অস্ত যাবার আগেই একবার ঘরে ফিরতে চাই।
শুভ নববর্ষের আন্তরিকতায় পূর্ণ হয়ে উঠুক আগামী দিনগুলি।
নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
অনেক ধন্যবাদ কবি ভাণ্ডারী। নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
সব হারিয়ে যায় আমি বা আমরাই ভেসে আছি আকাশ আর মাটির মাঝামাঝি।
আপনার জন্য শুভেচ্ছা ধন্যবাদ আজাদ ভাই।
খুউব সুন্দর কবিতা পড়লাম শাকিলা তুবা দিদি ভাই।
ধন্যবাদ কবি রিয়া রিয়া।
বেশ অনুপ্রানিত হইলাম কবি আপু
ধন্যবাদ কবি আলমগীর সরকার ভাই।
সব কিছুই হারিয়ে আপনি কেমন করে ঘরে ফিরবেন? তুবা আপা আমি আছি আপনাকে পথ দেখানোর জন্য। কবিতায় চমৎকার প্রকাশ করেছেন।শুভ কামনা।
আনন্দিত হলাম কবি রানু আপা। চলুন।
সব নয় কিছু কবিতাকে আমি সত্য কবিতা মনে করি। যেমন এটি।
ধন্যবাদ কবি সুমন আহমেদ ভাই।
সূর্য অস্ত যাবার আগেই একবার নয় আজীবন নিজ ঘরে ফিরে আসুন বোন তুবা।
ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী।
আপনার কবিতাগুলি যখন পড়ি;
অথবা এই কবিতাটা যখন পড়লাম ভিতরে অস্বাভাবিক সুন্দর একটা জগৎ তৈরি হল। সেখানে রাত হলে আকাশে রংধনু হয়; দিনে তারারা সমস্বরে জ্বলে ওঠে! সাথে আমার অন্তরে একটা একতারা দিনরাত টুংটাং বেজে যায়!
এমন অসাধারণ অনুভব যে কবিতা জাগাতে পারে নিঃসন্দেহে সেটা সফল কবিতা!
আপনার মন্তব্য আমার ভালো লাগে ভাই।
খুব সুন্দর লেখা।
ধন্যবাদ।
সুন্দর কাব্য…….
ধন্যবাদ কবি আপা।
আপনার কবিতা তো কবিতাই।
সবসময় ভালো লাগে তাই।
ধন্যবাদ আনু আনোয়ার ভাই।