আঙ্গুল জানে ভাঁজের নিয়ম

আঙ্গুল জানে ভাঁজের নিয়ম

জানালার পর্দাতে অন্ধকার দুলে ওঠে
ল্যাম্পপোস্টের আলোয় জোনাকীর আনাগোনা;
বিছানারা ডাক দেয় আয় আয়
তারপর; শুধু লেনাদেনা।

রাত্রির গায়ে আরেকটু গাঢ়তা আঁকে মেঘ
আমার আঙ্গুল জানে ভাঁজের নিয়ম
তোমার লুলিত নদী দিলে ইশারা
ধ্যান ভাঙ্গে তার জলের রসম।

তুমিই প্রাণের কুটুম ভাঁজের কসম!

22 thoughts on “আঙ্গুল জানে ভাঁজের নিয়ম

  1. প্রতিটি শব্দ যেন বাছাই করা। :)
    অভিনন্দন প্রিয় সুহৃদ মি. সুমন আহমেদ। আশা করবো ভালো আছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. আমি ভালো আছি আজাদ ভাই। খুশি হই আপনার মন্তব্যে।

  2. ‘তুমিই প্রাণের কুটুম ভাঁজের কসম!’
    শুভেচ্ছা নিরন্তন…

  3. বড় কুটুম শুধু নদীর ঘাটে

    ছলাত ছলাত নায়ের মাঠে—

    চমৎকার কবি দা————–

  4. মুগ্ধতা রইলো কবিতায়, ,,শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়।     

  5. আঙ্গুলই তো জানবে ভাঁজের নিয়ম কবি সুমন আহমেদ ভাই। দারুণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. কবিতা পড়ার স্বাদ পেলাম, চেটেপুটে নিলাম। 

     

    শুভেচ্ছা কবি সুমন ভাই। 

    1. হাহাহা আনু ভাই। কী যে বলেন না !! :) পড়েছেন তাতেই ধন্য হয়েছি। সালাম। 

    1. এই দোলাতেই দুলুক আমাদের জীবন। :) ধন্যবাদ আপনাকে। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।