তুই
রাতের নির্জনতায় তুই নেই
নেই তুই লক্ষ তারার কোলাহলে
তুই নেই চাঁদে
নেই জ্যোৎস্নায়
নেই উড়ে যাওয়া জোনাক ডানায়;
অন্ধকার বাড়ছে
কালো হচ্ছি আমি
বৃ্ষ্টি ঝড়ছে
ভিজছি আমি;
তোকে খুঁজতে উথাল পাথাল করেছি রাত
পেয়েছি অন্ধকার;
কোথাও নেই তুই বাস্তবতায়,
তবুও মন খুড়লেই সবার আগে তুই।
চমৎকার কবিতা হয়েছে প্রিয় নির্বাসনের মানুষ। অভিনন্দনে আন্তরিক শুভেচ্ছা।
ধন্যবাদ মুরুব্বী
আপনিই পারেন লেখার মধ্যে এমন সহজ সুন্দর আন্তরিকতার প্রকাশ ঘটাতে।
ধন্যবাদ রিয়া
তুই খুব কাছের একটি সম্পর্কের নাম। যার জন্য অপেক্ষা আপনার কাব্যে। চমৎকৃত হলাম।
অনেক ধন্যবাদ সাইদুর ভাই