সুখ দুঃখের বসতবাড়ি

সুখ দুঃখের বসতবাড়ি

কষ্টের রঙ নীল হলে আকাশ আমার মত
চাঁদের মত সুখী হলে তোমার মুখের মত।
তোমার আমার এক শহরে ঘর তবু
মেঘে ঢাকা দিনরাত্রি আমার পাঁজর জুড়ে
খেলাকরে হাওয়ায় ভেসে ভেসে পুতুল খেলার
মত করে এইতো আপন নয়তো পর
শুধুই যুগল শুক্লপক্ষের রাতে দু’পথে যাই সূর্য উঠলে প্রাতে।

কৃষ্ণা তিথি তখন থাকে বুকে
চাঁদ ঘুমায় অন্যের ঘরে সুখে
তারা গুলো করে কানাকানি
মেঘের দল ঝরাক চোখের পানি
দুঃখ আমার তাতেও কিছু নাই
আকাশ নীলে প্রহর গুনে যাই
ভাঙবে যখন কৃষ্ণপক্ষের ঘুম
আসবেই ঠিক আমার পাড়ায় তুমি
তারাগুলো রাখবে তোমায় ঘিরে
শূন্য আমি নিঃশব্দেই রবো
একটিবার তোমায় দেখার পর
নীলে নীলে নীলকন্ঠী হয়ে
সকল কিছুই যাবো আমি সয়ে
যেমন ছিলাম হাজার বছর ধরে
তেমনি করেই কাটবে আমার জীবন
সুখ দুঃখের হয়না মিলন কভু
একই পাড়ায় বসত করে তবু।

4 thoughts on “সুখ দুঃখের বসতবাড়ি

  1. "নীলে নীলে নীলকন্ঠী হয়ে, সকল কিছুই যাবো আমি সয়ে যেমন ছিলাম হাজার বছর ধরে,
    তেমনি করেই কাটবে আমার জীবন, সুখ দুঃখের হয়না মিলন কভু একই পাড়ায় বসত করে তবু।"

    গুড লাক প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আপনার শব্দ বাড়ি দেখতে এলাম মন দা। কবিতা পড়লাম। কেমন আছেন? শুভ সকাল। :)

  3. ===সুখ দুঃখের হয়না মিলন কভু
    একই পাড়ায় বসত করে তবু।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    বাহ দারুন কবি,,,,,,,,,,,মনপড়াhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।