শিরোনাম ছিলো= সেক্সি কাশেম !!

রংপুরের মহিমাগঞ্জে ‘কাশেম’ নামটি নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়েছে মানুষ। এই এলাকায় ৪০জন কাশেম বাস করায় কোন লোক কাশেম নামে কাউকে খুঁজতে এলে তাকে বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। লোকজন জিজ্ঞাসা করে, কোন কাশেম? কারণ নিজ নিজ কর্মের কারণে মহিমাগঞ্জবাসী ওই ৪০ কাশেমের আগে একটি করে পদবী জুড়ে দিয়েছে। যেমন শেখ কাশেম, পাটোয়ারী কাশেম, আবুল কাশেম, চশমা কাশেম, বোলতা কাশেম, বোতল কাশেম, ভেজাল কাশেম, পিওর কাশেম, বিডিআর কাশেম, পুলিশ কাশেম, মালয়শিয়া কাশেম, ড্রাইভার কাশেম, খাঁ কাশেম, খান কাশেম, তোতলা কাশেম, গোল্ডলিফ কাশেম, ষ্টার কাশেম, চিকা কাশেম, নাককাটা কাশেম, গালকাটা কাশেম, লম্বা কাশেম, খাটো কাশেম, আলু কাশেম, মরিচ কাশেম, মোল্লা কাশেম, চৌধুরী কাশেম, ফর্শা কাশেম, আলসে কাশেম, জুতা কাশেম, জিন্স কাশেম, পানওয়ালা কাশেম, মুক্তিযোদ্ধা কাশেম, লেবার কাশেম, ব্যাপারী কাশেম, মুনশী কাশেম, রিক্সাওয়ালা কাশেম, পকেটমার কাশেম, চোরা কাশেম, ধুণকর কাশেম ও সেক্সি কাশেম। উল্লেখ্য কাশেম প্রামাণিক নামে একজন ১১টি বিয়ে করায় এলাকাবাসী তার নাম দিয়েছে সেক্সি কাশেম।

( লিখার উদ্দেশ্য বিশেষ এলাকা কিংবা কাউকে হেয় করার জন্য নয় )

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

1 thought on “শিরোনাম ছিলো= সেক্সি কাশেম !!

মন্তব্য প্রধান বন্ধ আছে।