নীরবে

নীবর থাকার চেয়ে ভালো উত্তর আর হয় না
ঝাঁপিয়ে পড়া উচ্চ স্বরে দখিনা বাতাস বয় না
ফুল ফোটা গন্ধ বকুল কারো প্রত্যাশা করে না
জ্বলন্ত ধূপের সুভাসিত আশা কখনো ঝরে না।

যে কোনো প্রশ্নের দিকে জিজ্ঞাসা মুখ বাড়িয়ে
যা কিছু বুঝিয়ে দেওয়া যায় ভঙ্গিমাতে জড়িয়ে
ভাবনা যেমনই হোক কথা সবই তো তারই মত
আমি তাই আপ্রাণ চেষ্টায় থাকি নীরব অবিরত।

6 thoughts on “নীরবে

  1. এটা সত্য যে .. নীবর থাকার চেয়ে ভালো উত্তর আর হয় না। দারুণ প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।