সময়ের খেলা
সময়ের এপাট ওপাট বড়ই নিঠুর-
তবে জলতরঙ্গের মতো ভাঙ্গে না
বিবর্তন করে শুধু প্রত্যাবর্তন;
এতো সময় -এতো সময়-
কত পথঘাট ঘাসফড়িং
রঙিন প্রজাপতির ছিল মন-
মাঝ পথে হারিয়ে যাওয়া সময়
আজ শুধু হলো প্রণয়ে আপন।
________
২৬-০৬-১৮
সময়ের খেলা
সময়ের এপাট ওপাট বড়ই নিঠুর-
তবে জলতরঙ্গের মতো ভাঙ্গে না
বিবর্তন করে শুধু প্রত্যাবর্তন;
এতো সময় -এতো সময়-
কত পথঘাট ঘাসফড়িং
রঙিন প্রজাপতির ছিল মন-
মাঝ পথে হারিয়ে যাওয়া সময়
আজ শুধু হলো প্রণয়ে আপন।
________
২৬-০৬-১৮
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সময় হচ্ছে সময়ের অভিযাত্রি প্রিয় বাউল কবি। শুভ সকাল।
জ্বি মুরুব্বী দাদা
কবিতা পাঠে ভীষণ ভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন——-
ছোট হলেও ভালো লাগলো কবিবাবু।
জ্বি রিয়া দিদি
কবিতা পাঠে ভীষণ ভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ -ভাল থাকবেন——
দারুন লেগেছে কবি বন্ধু
জ্বি সাইদুর দা
কবিতা পাঠে ভীষণ ভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ -ভাল থাকবেন——