সময়ের খেলা

সময়ের খেলা

সময়ের এপাট ওপাট বড়ই নিঠুর-
তবে জলতরঙ্গের মতো ভাঙ্গে না
বিবর্তন করে শুধু প্রত্যাবর্তন;
এতো সময় -এতো সময়-
কত পথঘাট ঘাসফড়িং
রঙিন প্রজাপতির ছিল মন-
মাঝ পথে হারিয়ে যাওয়া সময়
আজ শুধু হলো প্রণয়ে আপন।

________
২৬-০৬-১৮

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “সময়ের খেলা

  1. সময় হচ্ছে সময়ের অভিযাত্রি প্রিয় বাউল কবি। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি মুরুব্বী দাদা 
      কবিতা পাঠে ভীষণ ভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকবেন——-

    1. জ্বি  রিয়া দিদি
      কবিতা পাঠে ভীষণ ভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ -ভাল থাকবেন——

    1. জ্বি সাইদুর দা
      কবিতা পাঠে ভীষণ ভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ -ভাল থাকবেন——

মন্তব্য প্রধান বন্ধ আছে।