কাঁঠাল তক
বর্ণ ধূসর স্বর্ণ খেরে ভাবনাগুলো রসাক্ত
পথের বাঁকে কাঁঠালগুলো ছিন্ন ভিন্ন
শুধু দৃষ্টিপাত জনসমুদ্রে বাহারি তকতকে-
তারার গায়ে অবাক চোখে সহনিদ্রাহীন
তারপর অন্তঃপরবাসে নিশিদিন;
মেঘের ভেলায় ভেলায় বাবই পায়ের খেলা
যেনো ঐ যমুনার জলতরঙ্গে চলা-
প্রজন্মের কাঁঠালগুলোর কেটে যায় বেলা
তবুও ভাবনাগুলোর রসালো তক-
তেমনী রবে গাঙচিল ঠোঁট বলে রব রব
মৃত্তিকা জুড়ে কাঁঠাল তকে বিচ্ছিন্ন সব।
০২-০৭-১৮
————–
অনিন্দ্য সুন্দর কবিতা প্রিয় কবিবাবু।
জ্বি রিয়া দিদি
কবিতা পাঠে প্রেরণা সত্যিই
আরেকটা কবিতার সৃষ্টি-
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন——–
“গাঙচিল ঠোঁট বলে রব রব
মৃত্তিকা জুড়ে কাঁঠাল ত্বকে বিচ্ছিন্ন সব।” চমৎকার কল্পগাঁথা।
জ্বি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————
শুভেচ্ছা রইলো আলমগীর সরকার লিটন ভাই।
সুন্দর।
তেমনী রবে গাঙচিল ঠোঁট বলে রব রব
মৃত্তিকা জুড়ে কাঁঠাল তকে বিচ্ছিন্ন সব।
* অসাধারণ…