-বির্মষ পৃথিবীর কালান্তর
বির্মষ পৃথিবীর কালান্তরে
তাকে হারিয়ে ফেলেছি; যুগে যুগে তারে খুঁজে ফিরি
নীল সবুজের চাঁদোয়া ঢাকা আকাশ পাড়ে
কালের মরুঘন তেপান্তরে
কত কত সভ্যতার শুন্যতার ঘোরে?
খুঁজে ফিরি আজও!
ক্ষয়ে যাওয়া পৃথিবীর বিস্বাদ মৃক্তিকা জুড়ে
দ্রাব্য দ্রবণের কোনার স্তরে স্তরে
এ কোন কালের সৌরম্য আভিজাত্য যায় ভেসে?
হারিয়ে ফেলা লাবণ্য অনামিশায় জ্বলে
কতক নক্ষত্র যেন; স্বস্তির আকর বলয়ে জেগে রয়
মোহ মায়ার লাবণ্য ছকের আদল
সাঁঝ লালিমায় ঝরা বৃষ্টির মুর্চ্ছণায়
খুঁজে ফিরি তারে!
১৪২৫/ আষাঢ়/বর্ষাকাল
কবিতা বরাবরের মতো সুন্দর হয়েছে। অভিনন্দন প্রিয় সর্বজনীন কবিবন্ধু।
এই আষাঢ়ে আমার ভালোবাসা বন্ধু!
কব্যের গহীনে হারিয়ে গেলাম এক ঝলকের জন্য। কেননা, গভীরে রয়েছে সমৃদ্ধ লেখনীর অভাবনীয় শক্তি যা লেখককে উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করে। ধন্যবাদ প্রিয় শিল্পী বন্ধু।
অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার ভালোবাসা জানবেন।
কালান্তরে পৃথিবীর বিমর্ষতায় নয়, স্বস্তির আকর বলয়ে জেগে থাকা মোহ মায়ার লাবণ্যে আচ্ছন্ন হয়ে রইলাম।
এই আষাঢ়ে কদমফুল ভালোবাসা।
শুভেচ্ছা রেখে গেলাম কবি দা।
এই আষাঢ়ে রইল কদমফুল ভালোবাসা।