শব্দবাহী
কী দারুণ যে বোকামি করেছি!
তোমাকে বলেছি,
কলমের অভাবেতে
চিঠি লেখা হ’লো না আমার…..
অমনি তুমি খুলে দিলে পাঁজরার হাড়।
পাঁজরার হাড়ের দাপটে,
ফুল ফোটে পৃথিবীর তাবৎ কপাটে।
শব্দবাহী
কী দারুণ যে বোকামি করেছি!
তোমাকে বলেছি,
কলমের অভাবেতে
চিঠি লেখা হ’লো না আমার…..
অমনি তুমি খুলে দিলে পাঁজরার হাড়।
পাঁজরার হাড়ের দাপটে,
ফুল ফোটে পৃথিবীর তাবৎ কপাটে।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সংক্ষিপ্তে চমৎকার কবিতা প্রিয় কবিবন্ধু।
উৎসাহ পেলাম ।
বাহ্ বেশ দিদি ভাই। শুভেচ্ছা রাখলেম।
আন্তরিকতা জানাই ।
অনুকাব্যে দারুন ফেরা দিদি …..
শুভেচ্ছা অনেক ।