নরকের কাছাকাছি থেকে…

আমাকে ফেরাও নদী, রোদজল চিকচিক
আমাকে ফেরাও এক জোড়াশালিক
আমাকে ফেরাও উইঢিবির মুখ,
আমাকে ফেরাও প্রজাপতি সুখ,
আমাকে ফেরাও ফেলে আসা উঠোনের লাউলতা,
আমাকে ফেরাও পুঁই মাচানের সবুজকথা।

ধূলো পড়া বই, কবিতা গল্প, আমাকে ফেরাও,
সন্ধ্যার ঝলমলে সোনালি চাঁদ আমাকে ফেরাও,
ঘুড়ি হাতে বালকের হাসি,
কিশোরীর দু’বেনীর নরম আবেগ আমাকে ফেরাও।

যৌবনের টলমলো উচ্ছ্বাস, শুনছো ?
আমি ফিরতে চাই,
জোনাকির সিঁথি, সাগরের ঢেউ, তোমরা ও শোন, আমি ফিরতে চাই,
আমি ফিরতে চাই বুনোফুল, মেঘচুল,
আমি ফিরতে চাই মুছে দিয়ে সব ভুল।
নাগরিক আলো থেকে ফিরতে চাই,
উত্তাপের অহংকার থেকে ফিরতে চাই।
আমাকে ফেরাও আলপথ, কাদামাটি,
আমাকে ফেরাও দেবকুঁড়ি ভোর, পবিত্র ঘরদোর,
আমাকে ফেরাও মাটির চুলা, ঘটিবাটি।

ঋতুদের ছয়ঘর শুনে যাও,
পিয়াইনের স্বচ্ছজল শুনে যাও,
ঝর্ণার কলকল শুনে যাও,
মাধবীলতার হাসি শুনে যাও
রাখালের বাঁশি তুমিও শুনে যাও
আমি ফিরতে চাই।
আদিগন্ত নরকের কাছাকাছি আমি আছি মোহঘোরে,
দোহাই তোমাদের, আমাকে ফেরাও, আমাকে ফেরাও সোনাঝরা ভোরে।।

11 thoughts on “নরকের কাছাকাছি থেকে…

  1. দীর্ঘ সময় পর আপনার শুভ পদচারণায় শব্দনীড় বর্ণিল হলো। এক সময় আপনার লিখা নিয়মিত পড়তে পারতাম। বরাবরই আপনি চমৎকার লিখেন।

    "জোনাকির সিঁথি, সাগরের ঢেউ, তোমরা ও শোন, আমি ফিরতে চাই।"
    _ ওদের এবার বলে দেয়া যেতে পারে … আপনি ফিরেছেন জনারণ্যে।
    শব্দনীড়ের পাশে থাকুন কবি। নিয়মিত লিখুন। ধন্যবাদ। :)

    1. শব্দনীড় আমার প্রিয় ব্লগ।  বিভিন্ন ঝামেলায় লেখালেখি থেকে কিছুদিন দূরে থেকেছি।  মিস করেছি সকল প্রিয় মুখকে।  

      চেষ্টা করবো আবার নিয়মিত হতে ।

      আপনাকে অসংখ্য ধন্যবাদ। 

  2. বাহ্ দিদি ভাই। আদ্যেপাান্ত সুন্দর কবিতা। শুভেচ্ছা রেখে গেলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. অনেক অনেক শুভেচ্ছা ভাই — প্রথম লেখাটিকে স্বাগত জানানোর জন্য অসীম কৃতজ্ঞতা। 

       

  3. অনুভূতিরা ফিরে দেখে কিন্তু বাস্তবতা হয় না

    অনেক সুন্দর দিদি ———-

    1. সুন্দর অনুভূতি প্রকাশের জন্য অসংখ্য শুভেচ্ছা । 

  4. "আদিগন্ত নরকের কাছাকাছি আমি আছি মোহঘোরে,
    দোহাই তোমাদের, আমাকে ফেরাও, আমাকে ফেরাও সোনাঝরা ভোরে।।"

    অসাধারণ!!! অপুর্ব!!!!

    আপনি লিখলেন "আপনাকে ফেরাতে" আর আমি লিখলাম "আমাকে জাগাতে (ঘুমন্ত যাত্রী)"

    একটা মিল খুঁজে পেলাম।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. লেখায় লেখায় পারষ্পরিক মিল গড়ে উঠুক এটুকুই কামনা।  কবিতার পাশে থেকে উৎসাহিত করার জন্য কৃতজ্ঞতা। আপনার লেখাটা পড়বো। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।