ঈশ্বরের বাসভূমিতে
নপুংসক মরা বিকেলের রোদ্দুর
রাত্রির থাবার কোলে নিঃশর্ত আত্মসমর্পণ
করে নিরাপদে ঘর গুছায়,
এখানে ওখানে চকোলেট বেবিদের
বেহিসাবি স্লিপ আর দোলনা,
বালিয়াড়ির ওপারে
ন্যাশনাল মিউজিয়ামে ঘরখেকো
অনাবাদী বসত।
অগুন্তি মল আর ব্র্যান্ডেড চকমকিতে
এখন এপারে ঈশ্বর বাস করেন।
"ন্যাশনাল মিউজিয়ামে ঘরখেকো
অনাবাদী বসত।"
বাহ! চমৎকার! শুভেচ্ছা কবি সৌমিত্র চক্রবর্তীকে
ধন্যবাদ কবি ইলহাম ভাই।
"ঈশ্বরের বাসভূমিতে
অগুন্তি মল আর ব্র্যান্ডেড চকমকিতে
এখন এপারে ঈশ্বর বাস করেন।" ___ গ্রেট থিংক প্রিয় সৌমিত্র। অসাধারণ অনবদ্যতা।
ধন্যবাদ প্রিয় ভাই।
অনবদ্য প্রকাশ কবি দা
শুভেচ্ছা কবি আলমগীর লিটন ভাই।
অসামান্য উচ্চারণ
শুভেচ্ছা অবিরাম কবি শংকর দা।
অগুন্তি মল আর ব্র্যান্ডেড চকমকিতে এখন এপারে ঈশ্বর বাস করেন। সঠিক কবি সৌমিত্র চক্রবর্তী।
মনের কথার ছায়ায় ভালোবাসা কবি সুমন ভাই।
অদ্ভুত এবং অসাধারণ আপনার কবিতা। ভালো লাগে পড়তে কবি সৌমিত্র।
কে বলে ঈশ্বর গুপ্ত ব্যপ্ত চরাচরে।
ঐশ্বরিক কাব্যমালা সুন্দর ভাবে ব্যক্ত করা হয়েছে কাব্যটিতে।
প্রিয়কবিকে আন্তরিক অভিনন্দন জানাই।
সাথেই থাকবেন। জয়গুরু!
ভীষণ মুগ্ধ হয়ে পড়লাম। চিত্রকল্প এবং ব্যঞ্জনায় মন ভরে কাব্যসুখ নিলাম!
চমৎকার প্রকাশ করেছেন কবি।শুভ কামনা।