ময়ুর মেয়ে
ময়ূর মেয়ে, ও ময়ুর মেয়ে
নাচতে পারিস?
মেঘের ভেলায় মেঘ হয়ে তুই
উড়তে জানিস?
ও মেয়ে!
দেখ না রে দেখ!
আকাশে কোথাও বৃষ্টি নেই
তবুও কেন এমন করে পেখম মেলিস?
ভোলাবি আমায়?
কি দরকার?
এমনিতেই তোকেই তোকে ভালোবাসি
মনে মনে খুব তা জানিস,
খুব তা জানিস;
বল না রে তুই!
বল না আমায়,
কেন রে এত ভালোবাসিস?
ইনস্ট্যান্ট লিখায় আপনি অদ্বিতীয়। অভিনন্দন প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন।
ধ্যাত! কি যে বলেন না?
লইজ্জা লইজ্জা
বাহ্ অনেক সুন্দর হয়েছে তো লেখাটি !! এই না হলে জীবন বাবু !!
লইজ্জা লইজ্জা
অসাধারণ হয়েছে প্রিয় কবি

ধন্যবাদ ভাই