পরব পর্বের মাহেন্দ্রক্ষণে

পরব পর্বের মাহেন্দ্রক্ষণে

তেওহারের দিনটা গুটি গুটি পায়ে এগিয়ে আসছে –

তিন ছেলে তিন মেয়ের ছন্নছাড়া আধাবসতে
শামীমার মুখের কোঁচকানো দাগগুলো
গাঢ় হতে হতে লুপ্ত আটলান্টিসের তলায়,
ছ টা নতুন জামা, সিমুই, দরিদ্রদান …!

মাথার অন্তরমহলে কালো মেঘ ঘনায়
চোখের সামনে কালো মেঘ ঘনায়।

প্রায় আটদিন ভাতের সফেদ চেহারা
অদেখা ছেঁড়াফাটা কুঁড়ের সাত বাসিন্দার,
সারারাত ভাঙা দরজায় ঠেস দিয়ে
বাইরের খুটখাট কিলবিল আওয়াজ
রোখার প্রাণপণ চেষ্টায় হাড় কখানা
চামড়া ফুঁড়ে বেরিয়ে আসতে চায়,
কন্ঠায় গড়ে উঠেছে প্রাকৃত শিলায়
নতুন হিমালয়ের অনাবিষ্কৃত শৃঙ্গ,
একদিন শামীমাও সুন্দরী ছিলো।

নাগরিক তালিকা, গরীব গম, একশো দিনের কাজ
সবই অধরা এই খর প্রাত্যহিকতায়,
অঙ্গজাত ভার সারাক্ষণ স্টেশনের আশেপাশে
জুতো পালিশের সরঞ্জামও ধারে অমিল, অতএব …

তেওহারের দিন রাত তাকে তাড়া করে ফেরে –
চারপাশের সুঘ্রাণ তাকে তাড়া করে ফেরে –

অজু করে শামীমা,

নমাজের সময় হলো …
ইফতারের সময় হলো,

পুকুরপাড়ের বিনেপয়সার
কলমিসেদ্ধ ফুটছে হাঁড়িতে।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

12 thoughts on “পরব পর্বের মাহেন্দ্রক্ষণে

  1. দারুণ লিখেছেন সৌমিত্র দাদা। ধন্যবাদের সাথে শুভকামনাও রইল।

    1. আনন্দিত হলাম নিতাই দা। ধন্যবাদ।

  2. বেশ ভালো লিখেছো প্রিয় কবি প্রিয় সৌমিত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ধন্যবাদ প্রিয় বড় ভাই। ভালো থেকো। :)

  3. তেওহারের দিন রাত তাকে তাড়া করে ফেরে –
    চারপাশের সুঘ্রাণ তাকে তাড়া করে ফেরে –

     

    * বিমুগ্ধ…

  4. চামড়া ফুঁড়ে বেরিয়ে আসতে চায়,
    কন্ঠায় গড়ে উঠেছে প্রাকৃত শিলায়———অনবদ্য ভাবনার প্রকাশ কবি দা

    1. ধন্যবাদ কবি আলমগীর সরকার লিটন।

  5. মুগ্ধ হয়ে পড়লাম।

    দারুণ চিত্রকল্প; মন ছুঁয়ে গেলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।