এখনো স্বপ্ন প্রস্তুত- হাজার ক্লান্তির ঘুমের ঘোরে;
সুখের কারুকাজ দিয়ে সাজাতে এক স্নিগ্ধ ভুবন।
এখনো শীতের সকালে পূর্বাকাশে রোদেলা অস্তিত্বকে
সর্বস্ব উজাড় করে ভালবাসি বলে হিমেল সুজন।
বন্ধু চলো না স্বপ্ন দেখি।
প্রিয় হাসি অধরে মেখে মুছে ফেলি সজল আঁখি।
এখনো জীবন জড়ায় নিঃস্বার্থ আলিঙ্গনে,
হৃদ-মাঝারের প্রাচীর বনে যায় স্বপ্ন সোপানে।
এখনো নগ্ন দুপুরে বৃষ্টি খুঁজে শেষ ঠিকানা
ঘাসফুলের দিগন্তে মিশে যাওয়া রংধনুর মনে।
বন্ধু চলো না হারাই অজানাতে।
অশ্রু-শিশির-বৃষ্টি একাকার করে রোদ্দুর খুঁজি অনন্তে।
বেশ সংক্ষিপ্তে আকর্ষণীয় একটি লিখা। অভিনন্দন কবি মি. আরণ্যক। শুভ সন্ধ্যা।
ধন্যবাদ। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।
অশ্রু-শিশির-বৃষ্টি একাকার করে রোদ্দুর খুঁজি অনন্তে।
*সুন্দর…
অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইলো।
পাঁচ তারকা দিলাম আরণ্যক দা। আপনার লেখায় আসতে একটু দেরি হলো ক্ষমা করবেন।
"এখনো স্বপ্ন প্রস্তুত- হাজার ক্লান্তির ঘুমের ঘোরে;
সুখের কারুকাজ দিয়ে সাজাতে এক স্নিগ্ধ ভুবন।"
বাহ! চমৎকার! শুভেচ্ছা প্রিয় কবি আরণ্যক কে
