জীয়নকাঠি

জীয়নকাঠি

আমাকে বের করে দাও
এই নৈঃশব্দের আঁধার থেকে,
আমার শবের ভেতর চালান করো
পিঁপড়েসারির কর্মঠ চলাচল।

চোখের জলকে ভেতরে ফেরত নেবার মতই
ফিরে আসাটা অবান্তর
শেষ গানে আরেকটু প্রাণবন্ত হোক নীরবতা
যেমন রোদ থেকে খুলে নেয়া হলো কমলা রঙ।

আমাকে তোমাদের ঘর থেকে বের করে দাও
যে ঘরে হুঁকোর জলে ভুসভুস ভাসে নারকেল খোল
ট্রেনের নীচে অন্ধকারে একটি মেয়ে নোলক নাড়ে
ওর শীৎকার থেকে আমাকে বিচ্ছিন্ন করো না।

আমাকে বের করে নাও শব্দের মাঝে
চন্দ্রবিন্দু থেকে পাওয়া উপমায়
আমাকে নিয়ে যাও বিষণ্ন মানুষের কাছাকাছি
আমি শেখাব শবের ভেতর কিভাবে বাঁচে অন্য জীবন।

33 thoughts on “জীয়নকাঠি

  1. "আমাকে বের করে নাও শব্দের মাঝে
    চন্দ্রবিন্দু থেকে পাওয়া উপমায়
    আমাকে নিয়ে যাও বিষণ্ন মানুষের কাছাকাছি
    আমি শেখাব শবের ভেতর কিভাবে বাঁচে অন্য জীবন।"

    ___ অসাধারণ মানের একটি কবিতা। অভিনন্দন প্রিয় শব্দবন্ধু তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. * অপূর্ব লেখনি শক্তির বহিঃপ্রকাশ।

    ভালো লাগা রেখে গেলাম।

  3. যে মানুষ নৈঃশব্দ শুনতে পায় সে শব্দের চেয়ে বেশি কিছু সেই “নৈঃশব্দে” শুনে। তাতে সে অনেক অর্থপূর্ণ শব্দের খোঁজ পায়। সেসবে সে প্রাণময় হয়, ভিজে যায়। কবি আপনি এই নৈঃশব্দের ভিতর এক আঁধারের খবরও আমাদেরকে দিয়েছেন।

     

    রোদ থেকে “কমলা রঙ” খুলে নেয়ার মতো করে নৈঃশব্দকে প্রানবন্ত করার আকুতি পাঠককে নাড়া দিবে।

     

    মুগ্ধ হলাম!

  4. "চোখের জলকে ভেতরে ফেরত নেবার মতই
    ফিরে আসাটা অবান্তর"

     

    কঠিন সত্য । 

  5. অভিনন্দন কবি বোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. আমাকে নিয়ে যাও বিষণ্ন মানুষের কাছাকাছি
    আমি শেখাব শবের ভেতর কিভাবে বাঁচে অন্য জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  7. আহা ! শেষের চার লাইন ! 
    অসাধারণ ! 
     

    আমাকে বের করে নাও শব্দের মাঝে
    চন্দ্রবিন্দু থেকে পাওয়া উপমায়
    আমাকে নিয়ে যাও বিষণ্ন মানুষের কাছাকাছি
    আমি শেখাব শবের ভেতর কিভাবে বাঁচে অন্য জীবন।

  8. আমাকে তোমাদের ঘর থেকে বের করে দাও
    যে ঘরে হুঁকোর জলে ভুসভুস ভাসে নারকেল খোল
    ট্রেনের নীচে অন্ধকারে একটি মেয়ে নোলক নাড়ে
    ওর শীৎকার থেকে আমাকে বিচ্ছিন্ন করো না।

    চমৎকার

  9. অসম্ভব সুন্দর কবিতা

    ভালোবাসা রইলো আপি

  10. বাহ্,কি সুন্দর রহস্যময় আকুতি! ডুব দিয়ে পড়তে হয়েছে। শীৎকার শব্দের অর্থ কি? আমি বুঝতে পারিনি। ওর শীৎকার থেকে আমাকে বিচ্ছিন্ন করোনা! 

    1. শীৎকার – [Noun] Amorous cry; hissing sound; hiss. ধন্যবাদ ভাই। 

  11. সবার জীবনেই বড় কোন না কোন সমস্যা আছে, যার সমাধানের উপায় তার জানা নাই। এমন সমস্যা সমাধানের জন্য নিরুপায় মানুষ অলৌকিক বা ঐশ্বরিক সাহায্য বা উপায়ের আশায় বসে থাকে। এই জীয়নকাঠিকেই একেক জন একেক ভাবে প্রত্যাশা করে। যা আবার ফিরিয়ে আনবে তাকে এই সুন্দর পৃথিবী তে এই সুন্দর জীবনে।

    এই আশায় আছি আমি, আছেন আপনিও সন্ন্যাসিনী। অভিনন্দন https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

     

     

      1. খেলা দেখছেন না?  আপনি এতো খেলা পাগক। আমি নিউজিল্যান্ড, কখনওই সাম্রাজ্যবাদী ইংল্যান্ড কে সাপোর্ট করি না। 

      2. খেলা দেখেছি। ইংল্যান্ডকে সাপোর্ট করেছি। :)

      3. কষ্টে আমার জ্বর চলে এসেছে, সারাদিন বাইরে যাইনি আজ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shy.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।