এ ইতিহাস প্রকাশ্যে হয়েছিল লেখা দেশপ্রেম ছিল তার নাম।
পাখিদের ডানায় রাখা ছিল বিগত দিনের খতিয়ান অথচ আমরা পালকের বুনন শিল্পে মোহাবিষ্ট হয়ে শিখতে চেয়েছিলাম কারুশিল্প। অনাবিষ্কৃত থেকে গেছে তাই দানব বধের গল্প গাঁথা বরং অধিকতর আজ তা হয়ে গেছে পৌরাণিক তত্ত্ব পুরাণ! আমাদের কেউ বিংশ শতাব্দীতে এসে সে তত্ত্ব পুরাণ ঘেঁটে একদিন আবিষ্কার করেছিলাম বধ্যভূমির কঙ্কাল, বুলেটের তিলক আঁকা বিচ্ছিন্ন খুলি! বাম পাঁজরে অগণিত স্প্রিণ্টারের ক্ষত।
আমাদের ইতিহাস প্রিয় কেউ কেউ বিজ্ঞানাগারে কঙ্কাল, খুলি, হাড়ের ব্যবচ্ছেদে নিমগ্ন হয়ে খুঁজে দেখতে চেয়েছি কতোটা তীব্র ছিল আঘাতের ক্ষত অথচ আমরা জানি নি, কতোটা ভেতরে জাগলে রক্তে রক্তে দ্রোহ, ত্রিশ লক্ষ দক্ষ কারিগরের নিপুণ বুননে, একটি পতাকা লাল সবুজে শিল্প হয়ে ছিল।
"আমাদের কেউ বিংশ শতাব্দীতে এসে সে তত্ত্ব পুরাণ ঘেঁটে একদিন আবিষ্কার করেছিলাম বধ্যভূমির কঙ্কাল, বুলেটের তিলক আঁকা বিচ্ছিন্ন খুলি! বাম পাঁজরে অগণিত স্প্রিণ্টারের ক্ষত।" —- ইতিহাস পঁচে যায় না।
সঠিক বলেছেন কবি রুকশানা হক আপা। ধন্যবাদ।
এ ইতিহাস প্রকাশ্যে হয়েছিল লেখা দেশপ্রেম ছিল তার নাম।
শুভেচ্ছা আজাদ ভাই। শুভ সকাল।
ত্রিশ লক্ষ দক্ষ কারিগরের নিপুণ বুননে, একটি পতাকা লাল সবুজ শিল্প।
শুভকামনা কবি রিয়া চক্রবর্তী।
আপনার প্রত্যেকটি কবিতাই আমার কাছে অসাধারণ লাগে সুমন ভাই।
ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী।
অসাধারণ মানের কবিতা সুমন আহমেদ।
আপনাকে অনেক ধন্যবাদ সাজিয়া আফরিন।
ত্রিশ লক্ষ দক্ষ কারিগরের নিপুণ বুনন সার্থক হয়েছে কিনা জানি না।
সংশয় আমার মধ্যেও আছে হরবোলা আবু সাঈদ আহমেদ ভাই।
আমাদের ইতিহাস বিজ্ঞানাগারে কঙ্কাল, খুলি আর হাড়ের ব্যবচ্ছেদ।
আমাদের বিজয়ের ইতিহাস গৌরবের হলেও কালের আবর্তে ম্লান।
‘হাঁটি হাঁটি শিশুটিকে আমি আর আজ
কোথাও দেখি না
নরম নোলক পড়া বৌটিকে আমি আর আজ
কোথাও দেখি না
কেবল পতাকা দেখি,
স্বাধীনতা দেখি!
তবে কি আমার ভাই আজ ওই স্বাধীন পতাকা?
তবে কি আমার বোন তিমিরের বেদীতে উৎসব?’
ধন্যবাদ আপনাকে পবিত্র হোসাইন।
চমৎকার কব্য
শুভেচ্ছা শান্ত চৌধুরী ভাই।
খুব সুন্দর
ধন্যবাদ কবি যাযাবর জীবন।
সুন্দর করে উপস্হাপন করেছেন।
শুভেচ্ছা শাহাদাত হোসাইন ভাই।
চমৎকার! সত্যি, শানদার লেখা। শুভেচ্ছা গ্রহণ করুন কবিবর।
ধন্যবাদ অর্ক রায়হান ভাই।
আমাদের কেউ বিংশ শতাব্দীতে এসে সে তত্ত্ব পুরাণ ঘেঁটে একদিন আবিষ্কার করেছিলাম বধ্যভূমির কঙ্কাল, বুলেটের তিলক আঁকা বিচ্ছিন্ন খুলি! বাম পাঁজরে অগণিত স্প্রিণ্টারের ক্ষত। অসাধারণ ভাষা শৈলী, শুভেচছা রইলো প্রিয় কবি সুমন আহমেদ ভাই।
ধন্যবাদ কবি আদেল পারভেজ ভাই।
নিঃস্বার্থ দেশপ্রেম, দেশের জন্য আবেগ মানুষের সহজাত বৈশিষ্ট্য। সবার মধ্যে থাকলেও কারো কারো থাকে অস্বাভাবিক মাত্রায় বেশি, যাকে আমরা বলি অসাধারণ। দেখেছেন কি? বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়েছে তাই গ্রামের এক কিশোর আত্মহত্যা করেছে। এমন দেশপ্রেমের ছাপ, আবেগ দেখলাম আপনার কবিতায়ও।
কখনো প্রেম, কখনো দেশপ্রেম এটাই আমাদের সুমন ভাই
আমাদের আবেগের বেগ একটু বেশীই বলা যায় আসিফ আহমেদ ভাই।
ভালো লাগা রেখে গেলাম ভাই
দ্বিতীয় ধন্যবাদ কবি।