প্রণয়ে মত্ত মানুষ ঠিকই জানে
মৃত সাপেরও লেজ ধরতে নেই,
মেহেদী-হলুদ কিংবা অগ্নি স্বাক্ষী
ধাপে ধাপে করে পার,
জড়ায় সেই মানুষই আবার
অচেনা এক আলোকিত অন্ধকারে !
আসে মিথ্যার ঝড়
ভাঙে খেলাঘর ;
স্বপ্নগুলো যায় রয়ে
সময়ের সব অপূর্নতায়।
তবুও সেই মানুষই
দেখে নতুন স্বপ্ন,
হাজার আশা-নিরাশার
দোলাচলে …
যে লিখা গুলোন আপনার নিয়মিত প্রকাশ পাচ্ছে; আমি বিশ্বাস করি এগুলোন আপনার দীর্ঘ একটি সময়ের অধ্যাবসায় নিশ্চয়ই। যার কারণে লিখা সমূহ যথেষ্ট পরিমার্জিত একটি ভাব লক্ষ্য করা যায়। ধন্যবাদ মি. রোমেল আজিজ। শুভেচ্ছা জানবেন।
কবিতায় মুগ্ধতা রাখলেম দাদা।
* মানুষের গল্প-৩
বরাবরের মতই ভালো হয়েছে।