খামখেয়ালীর মনে

21529

ব্যঞ্জনা দিতে এসে ছিলে
দিয়েছ,
তারপর চলে গেলে।
তিন কূলে কেউই রইলনা আর
লাঞ্ছিত হাতে আঁকড়ে রলাম নীলবিষ আর
নির্বাণ অঙ্গার।
এখন তুমি ভালো আছো আগের চেয়ে বেশ;
মধ্যখানে
আমার সাথে খেলে গেলে খামখেয়ালির লেশ!
আধুলির দামে কিনতে পাওয়া জুয়ার ঘরের দাস
এর বেশী আমায় ভবতে পারো নি!
কথিত সুশীল সমাজ
আর লালিত কুকুরের গলা বাজি
ঘিরে থাকা আহ্লাদ;
আমাকে হাতে কলমে দেখিয়ে দিলো-
প্রেম বলে কিছুই নেই!….
আছে কেবল ভোগ বিলাস।

বলতে পারো?
কতটা খামখেয়ালী মনে জাগলে
হাসতে হাসতে জীবন করতে পারে জীবনের সর্বনাশ!!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

3 thoughts on “খামখেয়ালীর মনে

  1. "বলতে পারো?
    কতটা খামখেয়ালী মনে জাগলে
    হাসতে হাসতে জীবন করতে পারে জীবনের সর্বনাশ!!"

    স্যার এইটাতো কঠিন একখান্ প্রশ্ন। আজও যার উত্তর পাই নাই। সালাম এবং শ্রদ্ধা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

  2. আপনার লেখা কবিতা পড়ে মুগ্ধ হলাম, কবি। শুভকামনা থাকলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।