স্বপ্ন

অন্ধকারগুলো নিঃশব্দে ঘিরে ধরেছে,
কোথাও কোন সুড়ঙ্গ নেই, নেই কোন আলোর খোঁজ!

আলোগুলো কোথায় যেন লুকিয়েছে;
অভিমানী মুখখানা তার, নিজেই নিজেকে খুঁজে মরে!

অন্ধকার আজ তার নিজের পথেই চলে,
সমস্ত আলোকে পদদলিত করে!

বোবা কান্নারা শব্দ খুঁজে মরে;
স্লোগানে স্লোগানে মুখরিত হবে বলে!

আশার স্বপ্নগুলো দু:স্বপ্ন হয়ে ,
হাতছানি দেয়, বিরহী হবার ভরসা নিয়ে!

বুকের ব্যথাগুলো আলিঙ্গন করে,
আশাহত স্মৃতিগুলোর সাথে!

বেঁচে থাকা মৃত মানুষেগুলো
ঘিরে ধরে জীবনের সমস্ত সোপান!

অনেক হয়েছে, অনেক হয়েছে,
এখানেই ক্ষান্ত দাও!!!!

এবার দাঁড়াও রুখে,
আলোর মশাল জ্বাল!

হাতুড়ি দিয়ে ভেঙ্গে ফেলো
আঁচলে লুকিয়ে রাখা সব অভিমানেরে!

চাপড় মার সব বোবা কান্নার গন্ডদেশে,
হয় বেঁচে থাকো মাথা উচু করে;
অথবা মর সব বীরের বেশে।

দু:স্বপ্নদের ভীড়ে রেখে এস আশার মশাল;
পুড়িয়ে দাও সমস্ত রাতের আঁধার!

তুমি স্বপ্ন হয়ে বেঁচে থেকো
সূর্যের আশে,
আমি সকল ধৃষ্টতাকে
টানেল দেখাবো।

স্বপ্নগুলো বেঁচে থেকো
প্রতিটি স্পন্দনে, স্পন্দনে!!

6 thoughts on “স্বপ্ন

  1. স্বপ্নগুলো বেঁচে থেকো
    প্রতিটি স্পন্দনে, স্পন্দনে!!

    * সাবলীল প্রকাশ ও সুন্দর উপস্থাপনা…

    শুভরাত্রি।

  2. আপনার লেখা গুলোন আমা ভীষণ ভাল লাগে দাদা। আফসোস যে আপনি নিয়মিত হতে পারেন না। শুভেচ্ছা রেখে গেলাম। :)

    1. রিয়া আপনার যেটা আফসোস রিতীমত আমার সেটা দু:খ। ধন্যবাদ আপনাকে। 

  3. আপনি হয়তো আজকাল ব্যস্ততার কারণে নিয়মিত হতে পারছেন না জানি; তবে আপনার প্রতিটি লিখা খুবই পরিচ্ছন্ন ভাবে উপস্থাপিত হয়। আপনার জন্য শুভেচ্ছা কবি।

  4. হাতুড়ি দিয়ে ভেঙ্গে ফেলো
    আঁচলে লুকিয়ে রাখা সব অভিমানেরে!—–অসাধারণ কবি দা

মন্তব্য প্রধান বন্ধ আছে।