ছায়া ২

ছায়া ২

আর আজকেই যত বাঁধা পরপর আসছে। ফ্যাক্টরী থেকে বেরোনোর সময়ে ঝামেলা। সেকশন ইনচার্জ দেখতে পেয়ে পাক্কা পনের মিনিট পরের দিনের কাজ বোঝালেন। বেরিয়ে রিটায়ার্ড বোসবাবুর সঙ্গে দেখা। কারো কথাই না শুনে নিজেই বকে যান। কোনোক্রমে পাশ কাটিয়ে স্টপেজে এসে বাস নেই। বেশ কিছুক্ষণ পরে যেটা এল সেটাতে ঠাসা ভীড়। অন্যদিন হলে এটা ছেড়ে দিত সুজন। কিন্তু আজ উপায় নেই। এমনিতেই প্রায় ছ’টা বেজে গেছে, আটটার মধ্যে রিপেমেন্ট না করতে পারলে প্রচুর পেনাল্টি লেগে যাবে। ঠাসা ভীড়েই উঠে পড়েছিল।

বাস থামার আগেই নেমে দৌড়। পেছনে একটা হৈ হৈ আওয়াজ শুনে একবার তাকিয়ে দেখেছিল কিছু লোক দৌড়ে যাচ্ছে বাসের দিকে। হয়তো পকেটমার ধরা পড়েছে। ও নিয়ে মাথা ঘামানোর সময় ছিল না। ঘড়ির দিকে তাকালো সে। প্রায় সাড়ে সাতটা বাজে। অবশ্য বাড়ী পৌঁছেও গেছে সে।

বাইরের দরজা হাট করে খোলা। খুব বিরক্ত হলো সে। কতবার বলেছে সবাইকে এই সন্ধ্যেবেলায় দরজা খোলা না রাখতে। শুনলে তো! যেদিন সব সাফ করে বেরিয়ে যাবে কেউ, সেদিন বুঝবে। ঢুকেও কাউকে দেখতে পেলো না সে। মায়ের ঘরে উঁকি দিয়ে মাকেও দেখতে পেল না। এখন ওসব ভাবার সময়ও নেই। নিজের ঘরে ঢুকে ল্যাপটপটা ঝটপট অন করে বসলো সুজন।

টাকাটা পাঠিয়ে দিয়ে নিশ্চিন্ত। ভাবনার জ্বর ছেড়ে যাবার পরে এখন চা তেষ্টা পেল ওর। অথচ এতক্ষণ বাড়ী ফিরেছে কেউ একবার সেটা দেখার কথা ভাবলোই না। বাড়ীটা খুব উশৃঙ্খল হয়ে গেছে। এভাবে তো বাড়ীতে ডাকাতি হয়ে গেলেও কেউ টের পাবে না। ভাবতে ভাবতে আর রাগতে রাগতে ঘর থেকে বেরোলো সে।

(চলবে)

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

2 thoughts on “ছায়া ২

  1. ছায়া'য় সুজন পর্বের দ্বিতীয় খণ্ড পড়লাম। বলা যায় এগুচ্ছি সুজনের ছায়া হয়ে। চলুক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2.  প্রিয় লেখক সৌমিত্র চক্রবর্তী, আপনার ছায়া সিরিজ কিন্তু আমি বাদ দিচ্ছি না!

    ১ম পর্বে ছায়াটির দেখা পেয়েছিলাম, ২য় পর্বে পেলাম না, দেখা যাক শেষ অবধি এটা কিসের ছায়া!

    চলুক……… শুভকামনা রইলোhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।