তোমার ইচ্ছে হলে

তোমার ইচ্ছে হলে বৃষ্টি পাঠিয়েও
মেঘলা আকাশ
বাদল ঝরো দিনে !

তোমার ইচ্ছে হলে কদমে সাঁজিয়েও
বৃষ্টি সুরে সুরে
একলা আনমনে,!

তোমার ইচ্ছে হলে আমার খবর নিও
একলা আকাশ
দেখার সময় করে,!

তোমার ইচ্ছে হলে আমায় ভাবিয়েও
শ্রাবণও দিনে
জানালার গ্রীল ধরে!

তোমার ইচ্ছে হলে উড়ো চিঠি লিখিও
মনের সব
না বলা কথা দিয়ে,!

তোমার ইচ্ছে হলে সোনা চলে আসিও
আমার কাছে
আলতা রাঙা পায়ে,!

তোমার ইচ্ছে হলেই উঠোন ভাসিয়েও
জোছনা নদীর
নীলময়ী ঢেউয়ে,!

তোমার ইচ্ছে হলেই দীপন্তি ভালোবাসিও
একলা একাকে
নিজের মত করিয়ে,!

৩৮/০৭/১৮

4 thoughts on “তোমার ইচ্ছে হলে

  1. রোম্যান্টিক ভাবনার শাব্দিক প্রকাশ। শুভ সকাল প্রিয় কবি সুজন হোসাইন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।