কবিতাঃ মনলতা ওয়ার্মিং

ঘটনাটা হঠাৎ করেই ঘটে গেল-
ঈশ্বরকে চমকিয়ে দিয়ে কোটি গুণ বেশি বেগে বরফ গলতে শুরু করলো;
ফলে সমুদ্রতীর থেকে শহরে এবং
দেশ থেকে দেশে বানের মতোন মানুষের ঢল নামলো।

আবহাওয়ার জোরালো ফোরকাস্ট মিথ্যে করে দিয়ে
শীতপ্রধান দেশে শীত শতগুণ হলো
এবং জলশূন্য সব গ্রহ নক্ষত্র জলে ডুবে গেলো।
মহাকাশ স্টেশণ ছেড়ে নাশার বিজ্ঞানীরা
হন্যে হয়ে পাহাড়ে পাহাড়ে
নূহের নৌকা খুঁজতে লাগলো।

পরিণামে দেশে দেশে যুদ্ধ হলো,
রাস্তায় নারীরা ভ্রষ্ট হলো
আকাশ ভাঙ্গলো, চন্দ্র ভাঙ্গলো; সূর্য গলে বৃষ্টি নামলো
এইভাবে তিনদিন কেটে গেলো !

অতঃপর একটু আগেই ব্রেকিং নিউজ হয়েছেঃ
মহাবিশ্বের কোথাও আর অস্বাভাবিক বরফ গলছেনা
এবং সমুদ্রের সব বাড়তি জল আজ ভোরে উত্তর মেরুতে ফিরে গেছে;

কারণ তিনদিন পর আজ ভোরেই মনলতার গায়ের জ্বর নেমে গেছে !

—————————————
#গ্লোবাল ওয়ার্মিং অনুকরণে নাম দেয়া হয়েছে। ধারণা করা হয়, গ্লোবাল ওয়ার্মিং-এ এরকমই কিছু ঘটবে।

7 thoughts on “কবিতাঃ মনলতা ওয়ার্মিং

  1. সম্ভাব্য বিষয়টিই সামনে এনেছেন মি. ডেজারট। আমাদের জীবদ্দশায় দেখতে না পেলেও হাজার প্রজন্মের মানুষ নিশ্চয় এমনটাই দেখতে পাবেন। আপাতত দমিত থাকি; কেননা  মনলতার গায়ের জ্বর তো নেমে গেছে। :) অসাধারণ বক্তব্য কৌশল থাকায় আপনার লিখা গুলো বেশী মনোগ্রাহী।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. বিশেষ করে মোড়ল দেশগুলির পরিমিত পলিটিক্যাল কমিটম্যান্ট না থাকলে আশংকা করা হয় কয়েক যুগের মধ্যেই গ্লোবাল ওয়ারমিং এর কুপ্রভাব প্রকট হবে।

      :) হ্যাঁ, মনলতার জ্বর নেমে গেছে;  ওর মন ভালো থাকুক এখন :)

      আপনার চমৎকার মন্তব্যে খুব আনন্দিত হয়েছি!  মুল্যবান কমপ্লিমেন্ট সিন্দুকে ভরে রাখলাম!

  2. আসলেই দারুণ আপনার লেখা গুলো। গতানুগতিক কবিতার বাইর আপনার উপস্থাপন সত্যই প্রসংশার দাবী রাখে। অভিনন্দন কবি।

    1. আপনার আন্তরিক মন্তব্যে খুব আনন্দিত হয়েছি। কমপ্লিমেন্ট এবং অভিনন্দনের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

      ধন্যবাদ সুকবি !

  3. কারণ তিনদিন পর আজ ভোরেই মনলতার গায়ের জ্বর নেমে গেছে !

     

    * চমৎকার আবহ ও ভাব কল্পনায় অভিভূত প্রিয় কবি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. অল্প কথায় অনেক দামি মন্তব্য করেছেন যা আমার জন্য আনন্দের এবং অনুপ্রেরণার!

      অনেক ধন্যবাদ প্রিয় কবি!

মন্তব্য প্রধান বন্ধ আছে।