বিবেকহীন অনল

বিবেকহীন অনল

কেন আতঙ্কিত শাসন ভুবন ?
স্বজনপ্রীতি দেখি শুধু দুজন-
নেই রীতি নেই বোধ আইন
ক্ষমতায় টানাহেঁচড়া আপন;

ন্যায়বিচারের জন্য ঝরে রক্তাক্ত
পলাশ, শিমুল ; থাকতো যদি বোধ
আইনের একচুল- ঝরতো না আর
শ্যামল বকুল ! প্রশ্নবৃ্ত্তূ- দেয়াল

সবুজ মাঠে ঘাটে- বিবেকের দ্বারে-
ও বিবেক বলো ! কবে শেষ হবে –
এই অমানবিক রথ যাত্রার অনল।
০২-০৮-১৮
————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

3 thoughts on “বিবেকহীন অনল

  1. "কবে শেষ হবে –
    এই অমানবিক রথ যাত্রার অনল।" আপনার এই প্রশ্নটির সাথে আমি কণ্ঠ মেলাতে চাই। :(

  2. আমাদের বিবেক হারিয়ে যাচ্ছে কবিবাবু। :(

  3. ন্যায়বিচারের জন্য ঝরে রক্তাক্ত
    পলাশ, শিমুল ; থাকতো যদি বোধ
    আইনের একচুল- ঝরতো না আর
    শ্যামল বকুল ! 

     

    * https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।