নিজের বিচারক

নিজের বিচারক

আমি শুধু রঞ্জিত রঞ্জিত
পোড়া শ্মশানের ছাই অগ্নিশিখা-
আমি মাটির স্তব উড়ন্ত
চোখে মুখে আনন্দ বেদনার ধূলি!
কখনো সাদানীল মেঘ
দুর্বলা ঘাসের দলবাঁধা ফড়িং।

আমি সবি দেখি পানির
মতো তীব্র ঢেউ –খানিকটা শীতল-
আমি একবেলা পশুপাখি;
অন্যবেলা ট্রাক কিংবা একা নির্জনে ধর্ষণকারী-
আমার বিচার হোক জনসমুদ্রে
প্রচন্ড মোরা ঝড়ের ধু ধু বালুচরের মধ্যে।

আমার বিবেক কথা কয় না
যেদিন নিজের ভাবচিন্তার বিচার করা শিখবো
সেদিন হয়তো এতটুকু মানুষ হবো!
সেদিন সবিই পাবো আপন বলীয়ান-
অতঃপর আমি নিজের বিচারক।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

10 thoughts on “নিজের বিচারক

  1. সময় আমাদের অবশ্যই সেই অবস্থানে নিয়ে যাবে কোন না কোনদিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জ্বি মুরুব্বী দা

      তাই হোক -এখন

      কবিতা পাঠে অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন——–

  2. উত্তরোত্তর দারুণ হচ্ছে আপনার কবিতাগুলো কবিবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gif

    1. জ্বি রিয়া দিদি

      কবিতা পাঠে অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন——–

  3. ঈশ! আপনার মতন যদি এই পৃথিবীর সকল মানুষ ভাবতো, তা হলে আমার এই পৃথিবী নামক গ্রহটির মানুষ নামের জীবেরা অনেক অনেক শান্তিতে থাকতো। দুঃখ শুধু থেকেই যায়, আমরা এখনো মানুষের মতো মানুষ হতে পারলাম না। 

    1. এটা আমাদের ব্যর্থতা কেউ অমানুষ হয়ে জন্মে না পরে বড় হয়ে নিজের বিবেক বুদ্ধি গুলে খাই——

      জ্বি নিতাই দা

      কবিতা পাঠে অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন——–

    1. জ্বি ইলহাম দা

      কবিতা পাঠে অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন——–

  4. কখনো সাদানীল মেঘ
    দুর্বলা ঘাসের দলবাঁধা ফড়িং।

     

    * শুভ কামনা কবি দা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. জ্বি হুসাইন দা

      কবিতা পাঠে অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন——–

মন্তব্য প্রধান বন্ধ আছে।