আহারে

আহারে

ঘর থেকে বের হতেই মন রোদ
রাস্তা ঘুরছে পাহাড়ে
ঘুরছি আমি
কি সুন্দর! আহারে;

বড্ড মনে হচ্ছে তোর কথা,
তুই মানেই তো সূর্য
যখন মন প্রেম বোধে,
আমার আজ রোদে ভেজার দিন
আর তোতে, ঝুমঝুম রোদে;

কোথায় যেন কেও ডাকছে
পাহাড়ের তাকে তাকে তাকাই
রাস্তার বাঁকে বাঁকে চাই
কোথাও কেও নেই
কাকে খুঁজে পাই?
পাহাড়ে হালকা মেঘ
রাস্তা পুড়ছে রোদে
আমি যে কোথায় কোথায় ঘুরে বেড়াই?
কি এক বোধে;

ঝুমঝুম ভিজছে মন পাহাড়ে
পাহাড় ভিজছে তোতে, আহারে, আহারে।

8 thoughts on “আহারে

  1. মন ভালো করে দেয়ার মতো লিখা। আপনার লিখায় সতেজতা পাই স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আমার আজ রোদে ভেজার দিন
    আর তোতে, ঝুমঝুম রোদে;

    * অনেক সুন্দর…

মন্তব্য প্রধান বন্ধ আছে।