পথই ঠিকানা

স্বপ্ন ভাঙার গান রচিনি কভু; স্বপ্ন ভাঙার তরে
উর্নাজাল বুনে চলেছি প্রতি নিশিতে থরে বিথরে;
নীড়ে ফিরেছে পাখি সব, ভেঙেছে কর্ম কোলাহল
আমি হয়েছি পথের বিবাগী, পথই যেন ভরসার স্থল।

উল্কা খসে আসেনি ভুতলে, সৃজিছে নব পথ
পথের মাঝে পথ খুঁজে পাই, আছে যত ভিন্ন মত;
অন্ধকার আত্মার পুজা করেছি, সঁপিনি আপনারে
অরুণ আলোয় ফিরে এসেছি এই জগত সংসারে।

শূন্যের মাঝে করেছি পরিভ্রমণ; হারাইনি শূন্যে
পাপাত্মার শিয়রে দাঁড়িয়ে দেখেছি, জড়াইনি পাপে;
বিচিত্র্য পথে গমন করেছি , নই আমি বৈচিত্র্যময়ী
লভিতে জ্ঞান, সুন্দরের আরাধনায়; ছিলাম না অনুগামী।

প্রতি প্রভাতে জগত রাঙে নব আলোয়; নব বারতায়
আমি ভাবি যেতে হবে বহুদূর; বাঁচিব তব আশায়
ভেঙেছে তোমার খেলাঘর, হতাশায় ডুবেছ ভবে
চেয়ে দেখ– খুলেছে নব পথ আজ নূতন আলোতে।

পথের কভু হয় কি শেষ; যায় কি মুছে ঠিকানা
পথের মাঝে মেটাবো আজ মনের যত বাসনা।।

8 thoughts on “পথই ঠিকানা

    1. * অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয়… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. * অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি দি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ** অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি দা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ** অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি বন্ধু… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।